Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ নভেম্বর ২০২১ ই-পেপার

২২০টি অসফল ডেটিংয়ের শেষে নিজের পোষ্যকেই বিয়ে করলেন এই সুইমসুট মডেল!

সংবাদ সংস্থা
লন্ডন ০২ অগস্ট ২০১৯ ১৩:০১
পোষ্য লোগানকে বিয়ের পর এলিজাবেথ। ছবি টুইটার থেকে সংগৃহীত।

পোষ্য লোগানকে বিয়ের পর এলিজাবেথ। ছবি টুইটার থেকে সংগৃহীত।

আশির দশকের বিখ্যাত সুইমসুট মডেল এলিজাবেথ হোয়াড। বিগত কয়েক বছর ধরেই তিনি জীবনসঙ্গী খুঁজছিলেন। এ জন্য বিভিন্ন ডেটিং সাইটের দ্বারস্থ হয়েছিলেন। সেখান থেকে যোগাযোগ হয়েছিল অনেকের সঙ্গেই। কিন্তু ২২০ জনের সঙ্গে ডেট করেও তিনি বেছে নিতে পারেননি নিজের জীবনসঙ্গীকে।

এত জনের সঙ্গে ডেট করেও মনের মতো সঙ্গী না পেয়ে এলিজাবেথ সম্প্রতি বিয়ে করলেন নিজের পোষ্য গোল্ডেন রিট্রিভার লোগানকে। গত ৩০ জুলাই লন্ডনের একটি জনপ্রিয় টিভি শো-তে এসে সবার সামনে এই বিয়ে করেন তিনি। তার এই বিয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

৪৯ বছরের এলিজাবেথের ২৫ বছরের মেয়ে রয়েছে। নিজের বিয়ে নিয়ে তিনি বলেছেন, “গত আট বছর ধরে ছ’টি ডেটিং সাইট থেকে ২২০ জনের জন্য ডেট করেছি। কিন্তু সে সব অভিজ্ঞতা ভয়ঙ্কর। তখন আমি লোগানকে বিয়ে করার ভাবি।’’ লোগানকে জীবনভর ভালবাসার প্রতিশ্রতিও সকলের সামনে এ দিন করেছেন বিখ্যাত এই মডেল।

Advertisement

আরও পড়ুন

Advertisement