গাজ়ার পরে এ বার ইজ়রায়েলি সেনার নিশানায় আরও এক প্যালেস্টাইনি ভূখণ্ড! পশ্চিম এশিয়ার ওয়েস্ট ব্যাঙ্কেও সামরিক অভিযান শুরু করেছে ইজ়রায়েলি বাহিনী। সেখানে শরণার্থী শিবিরের বাসিন্দাদের এলাকা থেকে সরে যাওয়ার জন্য তিন ঘণ্টা সময় দিয়েছে ইজ়রায়েলি সেনা।
প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কে ইহুদি জনবসতি সম্প্রসারণের কথা ঘোষণা করেছে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। ওয়েস্ট ব্যাঙ্কের তুলকারেম এবং নুর শামস অঞ্চলে শরণার্থী শিবির ভেঙে ফেলতে উদ্যত হয়েছে ইজ়রায়েলি বাহিনী। এই নিয়ে টানা দ্বিতীয় দিন তুলকারেমের শরণার্থী শিবিরে ঘরবাড়ি ভাঙচুর চালাচ্ছে তারা। ‘আলজাজ়িরা’র প্রতিবেদন অনুসারে, তুলকারেমের শরণার্থী শিবিরের বাসিন্দাদের তিন ঘণ্টা সময় দিয়েছে ইজ়রায়েলি বাহিনী। তার মধ্যে নিজেদের জরুরি জিনিসপত্র বাড়ির ভিতর থেকে বার করে নিতে বলা হয়েছে বাসিন্দাদের।
প্যালেস্টাইনপন্থী সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। তবে এই অঞ্চলের একটি অংশ নিজেদের কবজায় রেখে দিয়েছে ইজ়রায়েল। সম্প্রতি ইজ়রায়েলি প্রশাসন সম্প্রতি ওয়েস্ট ব্যাঙ্কে নতুন করে ২২টি ইহুদি বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। তেল আভিভের অনুমোদন না নিয়ে ওয়েস্ট ব্যাঙ্কের অধিকৃত অংশে আগে থেকেই যে ইহুদি বসতি গড়ে উঠেছে, সেগুলিকেও আইনি বৈধতা দেওয়ার কথা জানায় নেতানিয়াহুর প্রশাসন।
আরও পড়ুন:
বস্তুত, আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘ দিন ধরে প্যালেস্টাইনি মুসলিমদের প্রাচীন বসতি ওয়েস্ট ব্যাঙ্কের একাংশ দখল করে রেখেছে ইজ়রায়েল। এ বার সেখানে নিজেদের বসতি আরও সম্প্রসারিত করতে উদ্যত হয়েছে ইজ়রায়েল। ঘটনাচক্রে গাজ়া ভূখণ্ডও এককালে পিএলও-র হাতে ছিল। কিন্তু ২০০৭ সালে ‘গৃহযুদ্ধে’ হামাস বাহিনী পিএলও-কে পরাস্ত করে গাজ়ার দখল নেয়।
ওয়েস্ট ব্যাঙ্কে বসতি সম্প্রসারণের পাশাপাশি গাজ়া ভূখণ্ডেও ধারাবাহিক ভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েলি সেনা। প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকে গাজ়া থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্য নিয়েছে তারা। এরই মধ্যে মৃত্যু হচ্ছে সাধারণ গাজ়াবাসীরও। সংবাদমাধ্যম ‘আল জাজ়িরা’ জানিয়েছে, শনিবার ভোর থেকে এখনও পর্যন্ত ইজ়রায়েলি সেনার হত্যালীলায় অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে গাজ়ায়। শনিবার হামাসদের এক বন্দিশালা থেকে ইজ়রায়েলি বন্দি মাতান জাঙ্গাউকেরকে ছাড়িয়ে আনার চেষ্টা শুরু করেছে ইজ়রায়েলি সেনা। তা নিয়েও ইজ়রায়েলি বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে হামাস। তারা জানিয়ে দিয়েছে, ওই ইজ়রায়েলি বন্দিকে জীবিত ছিনিয়ে নিয়ে যেতে পারবে না ইজ়রায়েলি সেনা। ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় ওই বন্দির মৃত্যু হলে, দায় থাকবে ইজ়রায়েলেরই।