Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৩ জানুয়ারি ২০২২ ই-পেপার

Viral: একসঙ্গে ১০ বাচ্চার জন্ম দেওয়ার সেই খবর ভুল, মানসিক চিকিৎসা চলছে ‘রেকর্ডধারী’র

সংবাদ সংস্থা
জোহানেসবার্গ ২৫ জুন ২০২১ ১০:২০
৩৭ বছরের গোসিয়ামে থামারা সিথোলে।

৩৭ বছরের গোসিয়ামে থামারা সিথোলে।
ফাইল ছবি।

দক্ষিণ আফ্রিকার এক মহিলা একসঙ্গে ১০টি বাচ্চার জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। সম্প্রতি এ রকমই একটি খবর ছড়িয়ে পড়েছিল বিশ্ব জুড়ে। সেখানকার স্থানীয় প্রশাসনের তদন্তে জানা গিয়েছে, খবরটি ছিল ভুল। ওই মহিলা সম্প্রতি কোনও বাচ্চারই জন্ম দেননি।

জোহানেসবার্গের কাছে গাওতেং প্রদেশের বাসিন্দা ৩৭ বছরের গোসিয়ামে থামারা সিথোলে। জুন মাসের শুরুতে তিনি একসঙ্গে ১০টি বাচ্চার জন্ম দিয়েছেন বলে খবর প্রকাশ করেছিল দক্ষিণ আফ্রিকার একটি সংবাদমাধ্যম। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতেই খবরটি করে বিভিন্ন দেশের একাধিক সংবাদমাধ্যম। এর পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সেখানকার প্রশাসন। তার পর বিষয়টির সত্যতা সম্পর্কে জানা গিয়েছে।

গাওতেং‌ প্রদেশের প্রশাসনের তরফে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি-কে জানানো হয়েছে, গাওতেং প্রদেশের কোনও হাসপাতালে সম্প্রতি কেউ ১০টি সন্তানের জন্ম দেননি। এমনকি মেডিক্যাল পরীক্ষায় দেখা গিয়েছে, সিথোলে সম্প্রতি গর্ভবতীও ছিলেন না। ওই মহিলা এখন গাওতেং প্রদেশের একটি হাসপাতালের মানসিক চিকিৎসার ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

Advertisement

কিন্তু কী করে ভুল খবরটি ছড়িয়ে পড়েছিল সে ব্যাপারে সেখানকার স্থানীয় প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

Advertisement