ইস্তানবুলের ব্যস্ত রাস্তায় আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল ৫ জনের। আহত ২০। স্থানীয় গভর্নর জানান, শনিবারের এই বিস্ফোরণটি যে রাস্তার উপর হয়েছে, সেখানে রয়েছে একাধিক ক্যাফে, রেস্তোরাঁ ও বিদেশি দূতাবাসের অফিস। নিহতদের মধ্যে অন্তত তিন জন ইজরায়েলের বাসিন্দা। ২০১৪-র জুলাই থেকে এখনও পর্যন্ত পাঁচটি বড় মাপের বিস্ফোরণে কেঁপেছে তুরস্ক। শনিবারের বিস্ফোরণের ছ’দিন আগেই গাড়িবোমা বিস্ফোরণে আঙ্কারায় প্রাণ হারান ৩৫ জন। সোমবার কুর্দ নববর্ষের আগে আরও হামলার আশঙ্কা করছে পুলিশ।