মাস ছ’য়েক আগে তিনি জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের ‘নির্বাচিত প্রধানমন্ত্রী’ পদে দেখতে চান। এ বার বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম মুখ তথা নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র অন্যতম নেতা সারজিস আলম সরাসরি হুমকি দিলেন সে দেশের নির্বাচন কমিশনকে!
জাতীয় সংসদের আসন্ন নির্বাচনের জন্য ‘শাপলা ফুল’ প্রতীক চেয়ে কমিশনের কাছে আবেদন জানিয়ে প্রত্যাখ্যাত হয়েছে এনসিপি। শাপলা বাংলাদেশের ‘জাতীয় ফুল’ হওয়ায় তা কোনও রাজনৈতিক দলকে নির্বাচনী প্রতীক হিসাবে ব্যবহার করতে দেওয়া যাবে না বলে জানিয়েছে কমিশন। আর তা নিয়েই ক্ষোভ সারজিসের। পছন্দের প্রতীক না পেলে ভোট বানচালের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
মঙ্গলবার সমাজমাধ্যমে সারজিস লিখেছেন, ‘‘যেহেতু কোনও আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা (নির্বাচনী প্রতীক) শাপলাই হতে হবে। অন্য কোনও অপশন নেই। না হলে নির্বাচন কী ভাবে হয়, আর কে কী ভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেব।’’ আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদের ভোট হওয়ার কথা। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই ভোটের ‘রোডম্যাপ’ ঘোষণা করে আসন পুনর্বিন্যাস চূড়ান্ত করে ফেলা হয়েছে। এই পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ তথা ইউনূস-ঘনিষ্ঠ এনসিপি নেতার হুঁশিয়ারি নতুন করে টানাপড়েন তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকে।