Advertisement
E-Paper

চিনের তৈরি চিকিৎসা সরঞ্জাম নিষিদ্ধ করল ইউরোপীয় ইউনিয়ন! কী প্রতিক্রিয়া জিনপিং সরকারের?

ইউরোপীয় ইউনিয়ন এই প্রথম বার ২০২২ সালের ‘আন্তর্জাতিক ক্রয় চুক্তি’ সংক্রান্ত আইন প্রয়োগ করে এমন নিষেধাজ্ঞা জারি করল। তার তাৎপর্যপূর্ণ ভাবে তা প্রয়োগ করা হল চিনের বিরুদ্ধে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৯:২৫
Beijing firmly opposes European Union curbs on Chinese medical device firms

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলি চিনা সংস্থার তৈরি সমস্ত রকম চিকিৎসা সরঞ্জাম কেনার উপর নিষেধাজ্ঞা জারির পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। ইইউ-র এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সরব হয়েছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার।

চিনা বাণিজ্য দফতরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমাদের দেশের সংস্থাগুলির স্বার্থ এবং বৈধ অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’ প্রসঙ্গত, সম্প্রতি ইউরোপীয় সংস্থাগুলির তৈরি চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করেছিল বেজিং। তারই প্রেক্ষিতে এই পদক্ষেপ করেছে ইইউ।

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়ন এই প্রথম বার ‘আন্তর্জাতিক ক্রয় চুক্তি’ সংক্রান্ত আইন প্রয়োগ করে এমন নিষেধাজ্ঞা জারি করল। ২০২২ সালের ওই আইন অনুযায়ী সরকারি ক্রয়-বিক্রয় প্রক্রিয়ার ক্ষেত্রে পারস্পরিক ব্যবস্থা গ্রহণ করা যায়। ওই আইন অনুযায়ী কোনও দেশ ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য সরকারি ক্রয়বাজার সীমাবদ্ধ করলে, ইইউ পাল্টা পদক্ষেপ পারে।

ইইউ-র তরফে জানানো হয়েছিল, চিন সরকার ইউরোপীয় সংস্থাগুলির তৈরি চিকিৎসা সরঞ্জাম কেনা বন্ধ করেছে। তারই জেরে এই পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক নীতির কারণে ওয়াশিংটন-বেজিং টানাপড়েনের আবহে ইইউ-র এই পদক্ষেপ ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। ইউরোপীয় দেশগুলির কড়া মনোভাবের আঁচ পেয়ে মঙ্গলবার সুর নরম করেছে বেজিং। চিনা বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র ইউকুন ঝাং বলেন, ‘‘আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আমরা প্রস্তুত।’’

European union Xi Jinping China EU
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy