আবারও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল লাহৌর। বৃহস্পতিবার লাহৌরের আনারকালি বাজার এলাকায় এই বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণে কমপক্ষে তিন জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন বলেও পুলিশ জানিয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।
আহতদের মেয়ো হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মেয়ো হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্টও নিশ্চিত করেছেন যে, বিস্ফোরণের ফলে তিন জন নিহত হয়েছেন। ২৩ জন আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর।
বোমা বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ মনে করছে। তবে কোন ধরনের বোমা ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।