ট্রেলারেই ২৫ লক্ষ ছাপিয়েছিল দর্শক সংখ্যা। মীরা নায়ার পরিচালিত ‘আ সুটেবল বয়’ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে।
বিক্রম শেঠের লেখা এই ইংরেজি উপন্যাসকে টিভি সিরিজ হিসেবে দর্শকদের সামনে নিয়ে আসছেন মীরা। আগামী রবিবার ব্রিটেনের একটি প্রথম সারির চ্যানেলে তার প্রথম পর্ব সম্প্রচারিত হওয়ার কথা। এক সপ্তাহেই যে ভাবে প্রচুর মানুষ এর ট্রেলার দেখেছেন, তাতে ২৬ তারিখ রেকর্ড দর্শক আশা করছে চ্যানেলটি।
ষাটের দশকের ভারতের পটভূমিতে লেখা বিক্রমের এই উপন্যাস ইংরেজিতে প্রকাশিত দীর্ঘতম উপন্যাসগুলির অন্যতম। প্রায় ১৪০০ পাতার সেই লেখাকেই ছ’টি পর্বে ভাগ করেছেন পরিচালক। সিরিজ শুরুর আগে তাই উত্তেজনা চেপে রাখতে পারছেন না লেখক নিজেও। তিনি জানিয়েছেন, একমাত্র অ্যান্ড্রু ডেভিস চিত্রনাট্য লিখলেই তিনি তাঁর উপন্যাস নিয়ে সিরিজ বানাতে রাজি হবেন বলে চ্যানেল কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছিলেন। অ্যান্ড্রু চিত্রনাট্য লিখতে রাজি হওয়ায় নিজের এই বেস্টসেলার নিয়ে সিরিজ তৈরি করার অনুমতি দেন বিক্রম।