চিনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলল ব্রিটেন। ব্রিটিশ সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাথিউ কলিন্স সাম্প্রতিক চরবৃত্তি মামলার প্রসঙ্গে এই অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘‘ওই দুই ব্যক্তি এমন তথ্য চিনকে পাচার করেছেন, যার ফলে তারা উপকৃত হয়েছে।’’
ওই মামলায় ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বেজিঙের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছিল দুই ব্রিটিশ নাগরিক, গবেষক ক্রিস্টোফার ক্যাশ এবং শিক্ষাবিদ ক্রিস্টোফার বেরির বিরুদ্ধে। কিন্তু গত মাসে আদালতে সেই অভিযোগ প্রত্যাহার করে নেয় ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস। সেই সঙ্গে পূর্বতন কনজ়ারভেটিভ পার্টির সরকারের নীতি মেনে ‘শত্রু’ তকমাও প্রত্যাহার করা হয় অভিযুক্তদের উপর থেকে।
আরও পড়ুন:
ঘটনাচক্রে, তার পরেই কলিন্সের গলায় নতুন করে চিনা গুপ্তচরদের তৎপরতার কথা শোনা গেল। চিনের হয়ে গুপ্রচরবৃত্তির প্রমাণ না মেলার কারণেই দুই ব্রিটিশ নাগরিকের উপর থেকে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন কলিন্স। তাঁর মন্তব্য, ‘‘চিনের গুপ্তচর সংস্থাগুলি ‘অত্যন্ত দক্ষ’, এবং ব্রিটেনের বিরুদ্ধে বৃহৎ পরিসরে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে তারা।’’ বেজিঙের এই তৎপরতা ব্রিটেনের অর্থনৈতিক স্থিতি, নিরাপত্তা ও গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি বলেও মন্তব্য করেন ব্রিটিশ সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।