Advertisement
E-Paper

প্রজাতন্ত্র দিবসকে সম্মান জানাতে তেরঙ্গা আলোয় সেজে উঠল বুর্জ খালিফা

এটি বিশ্বের উচ্চতম বহুতল। বিশ্বের সবচেয়ে লম্বা ‘ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার’। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সার্ভিস লিফ্‌ট, সবচেয়ে বেশি সংখ্যক ফ্ল্যাট রয়েছে এই বহুতলেই। হ্যাঁ, দুবাইয়ের বুর্জ খালিফার কথা বলছি। ভারতের ৬৮ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশ্বের সবচেয়ে উঁচু এই বহুতলটি সেজে উঠেছে ভারতের পতাকার তেরঙ্গায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭ ১০:৩৯

এটি বিশ্বের উচ্চতম বহুতল। বিশ্বের সবচেয়ে লম্বা ‘ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার’। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সার্ভিস লিফ্‌ট, সবচেয়ে বেশি সংখ্যক ফ্ল্যাট রয়েছে এই বহুতলেই। হ্যাঁ, দুবাইয়ের বুর্জ খালিফার কথা বলছি। উচ্চতা ৮৩০ মিটার বা ২৭২৩ ফুট। ভারতের ৬৮ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশ্বের সবচেয়ে উঁচু এই বহুতলটি সেজে উঠেছে ভারতের পতাকার তেরঙ্গায়। বুধবার রাতে বুর্জ খালিফা তেরঙ্গা আলোর মালায় সেজে ওঠে। বুর্জ খালিফা সংলগ্ন মিউজিক্যাল ঝর্না নেচে ওঠে জয় হো এবং বন্দে মাতরম গানের সুরে। এই ছবি বুর্জ খালিফার তরফেই পোস্ট করা হয় তাদের টুইটার হ্যান্ডেলে।

আরও পড়ুন...
ঠাঁই হবে না জঙ্গিদের, আশ্বাস মোদীকে

দুবাইয়ে ভারতের প্রজাতন্ত্র দিবসকে সম্মান জানিয়ে বুর্জ খালিফা কর্তৃপক্ষ এই বিশেষ উদ্যোগ নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৬টা, সাড়ে সাতটা এবং রাত সাড়ে আটটার সময় একই ভাবে ভারতীয় পতাকার তিন রঙে সেজে উঠবে বুর্জ খালিফা। মিউজিক্যাল ফাউন্টেন আবার নেচে উঠবে থেকে জয় হো এবং বন্দেমাতরমের তালেতালে।

প্রসঙ্গত, আবু ধাবির যুবরাজ শেখ মহম্মদ বিন জাভেদ আলি নহিয়ান এই মুহূর্তে ভারত সফরে এসেছেন। আজ তিনিই ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি।

দেখুন ভিডিও:

Burj Khalifa Republic Day Glows with Tricolour
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy