জলের মধ্যে তরতরিয়ে এগিয়ে চলেছে বাস। ছবি: টুইটার।
গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে নিউ জ়িল্যান্ডের অকল্যান্ডে। চার দিকে শুধু জল আর জল। কোথাও এক মানুষ সমান, কোথাও আবার কোমর সমান জল। কোনটা রাস্তা বুঝে ওঠা দায়। ভয়াবহ পরিস্থিতি সামলাতে হিমশিম প্রশাসন। কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে বইছে জল। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে শহরের বহু বাসিন্দাকে।
সেই অকল্যান্ড শহর থেকেই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রায় দেড় মানুষ সমান জল বইছে রাস্তার উপর দিয়ে। রাস্তার পাশে দাঁড় করানো গাড়িগুলির শুধু ছাদগুলি জল থেকে উঁকি মারছে। ওটা নদী না রাস্তা বোঝাই যেত না, যদি না একটি বাস ওখান দিয়ে যেত! ভিডিয়োতে দেখা গেল, হঠাৎ জলের মধ্যে একটা ঢেউ সৃষ্টি হল। তার পরই দেখা গেল একটি যাত্রিবাহী বাস সেই জল কেটে এগিয়ে আসছে। বাসের অর্ধেকটা জলের নীচে ছিল। পরিস্থিতির কোনও তোয়াক্কা না করে সেই জলের মধ্যে দিয়েই বাসটিকে এগিয়ে নিয়ে গেলেন চালক। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
Historic flooding? No problem, at least for this New Zealand bus driver, who was seen in a viral video driving his bus through shoulder-deep floodwaters like it was NBD.
— NowThis (@nowthisnews) February 3, 2023
The area around Auckland has experienced unprecedented flooding and rainfall in recent days. pic.twitter.com/a4OUrb5eUj
ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। কেউ কেউ চালকের সাহসিকতার প্রশংসা করেছেন। অনেকে আবার চালকের সমালোচনাও করেছেন। তাঁদের মন্তব্য, “এত জলের মধ্যে কী ভাবে ঝুঁকি নিতে পারলেন চালক? এতে যাত্রীদের জীবন বিপন্ন হতে পারত।”