নোভেল করোনাভাইরাসের প্রকোপে অতিমারী দেখে দিয়েছে বিশ্ব জুড়ে। তা নিয়ে এ বার উদ্বেগ ধরা পড়ল পশ্চিম এশিয়ার কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অন্দরেও। প্রাণঘাতী এই ভাইরাস থেকে কী ভাবে রক্ষা পাওয়া যাবে, তা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে তারা, যাতে সংগঠনের সদস্য এবং অনুগামীরা ‘নিরাপদে’ থাকে।
সম্প্রতি নিজেদের সাপ্তাহিক বিজ্ঞপ্তি ‘আল নাবা’ প্রকাশ করেছে আইএস, সোশ্যাল মিডিয়া সূত্রে যা সামনে এসেছে। তাতেই নোভেল করোনা নিয়ে সংগঠনের সদস্য এবং অনুগামীদের সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, কোভিড-১৯ থেকে রক্ষা পেতে গেলে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। এমনকি মাঝ রাতে ঘুম ভেঙে গেলে যদি জল তেষ্টা পায়, সে ক্ষেত্রেও কমপক্ষে তিন বার হাত ধোওয়া উচিত।
এ ছাড়াও, হাঁচি-কাশি এবং হাই তোলার সময় মুখ ঢেকে রাখতে হবে বলে অনুগামী এবং সদস্যদের পরামর্শ দিয়েছে আইএস নেতৃত্ব। সংগঠনের সদস্যদের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, এখন যা পরিস্থিতি, তাতে করোনা আক্রান্ত দেশগুলিতে পা না রাখাই উচিত। আবার কেউ যদি আক্রান্ত হয়ে যাকে, তাকেও সংশ্লিষ্ট দেশ ছেড়ে বাইরে কোথাও না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।