ঘূর্ণিঝড় দিটওয়ার দাপটে লন্ডভন্ড শ্রীলঙ্কা। স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে ভারী বৃষ্টিতে বেশ কিছু এলাকায় ধস নেমেছে। বাড়িঘর ভেঙে পড়েছে। তার জেরে ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে নিখোঁজের সংখ্যাও কম নয়।
শুক্রবার সকাল দ্বীপরাষ্ট্রের উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়। সে দেশের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১২ ঘণ্টা ঝোড়ো হাওয়ার তাণ্ডব চলবে। ঘূর্ণিঝড়ের জেরে দেশের বেশ কিছু জায়গায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। যার জেরে ধস এবং হড়পা বানের সৃষ্টি হয়েছে। আর সে ধস এবং হড়পা বানে বহু ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সরকারি ভাবে নিখোঁজের সংখ্যা ২৩ বলা হলেও, অসমর্থিত সূত্রের খবর, সংখ্যাটা অনেক বেশি।
আরও পড়ুন:
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের পূর্ব এবং মধ্যাঞ্চল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ রাখা হয়েছে। বিপর্যয় মোকাবিলা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, বহু মানুষ দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন। তাঁদের উদ্ধারের কাজ চলছে। তবে প্রত্যন্ত জায়গাগুলিতে উদ্ধারকারী দল পৌঁছোতে পারছে না। শ্রীলঙ্কা থেকে বেশ কিছু আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে।
গত এক সপ্তাহ ধরেই শ্রীলঙ্কায় ভারী বর্ষণ চলছে। এই পরিস্থিতিকে আরও ভয়ানক করে তুলেছে ঘূর্ণিঝড় দিটওয়া। ভারী বর্ষণ আর ধসের কারণে দেশ জুড়ে ৪৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত।