Advertisement
E-Paper

‘আট যুদ্ধ থামিয়ে’ও ক্ষান্ত নন, আরও একটি লড়াই থামানোর আশ্বাস দিলেন ট্রাম্প! বললেন, ‘আমি এই কাজ ভালই পারি’

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে হওয়া সামরিক সংঘাত থামিয়ে দিয়েছেন— এমনটা বহু বার দাবি করেছেন ট্রাম্প। তাঁর দ্বিতীয় দফার শাসনকালে এখনও পর্যন্ত মোট আটটি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১০:৫৮
আরও এক যুদ্ধ থামিয়ে দেবেন বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও এক যুদ্ধ থামিয়ে দেবেন বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দীর্ঘ দিন ধরেই সাত যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে গাজ়ায় শান্তি ফেরানোর দাবি। তবে আট যুদ্ধ থামিয়েও ক্ষান্ত নন তিনি। এ বার পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে চলা সামরিক সংঘাতও থামিয়ে দেবেন বলে দাবি করলেন ট্রাম্প। আত্মপ্রশংসার সুরে বললেন, “আমি যুদ্ধ থামানোর কাজ ভালই পারি।”

রবিবার (আমেরিকার স্থানীয় সময় অনুসারে) ইজ়রায়েলের উদ্দেশে রওনা দিয়েছেন ট্রাম্প। সে দেশের আইনসভা ‘নেসেট’-এ বক্তৃতা করার কথা রয়েছে তাঁর। সেখান থেকে মিশরের শান্তি সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টের। ইজ়রায়েল রওনা দেওয়ার আগে ট্রাম্প বলেন, “এটা হল অষ্টম যুদ্ধ (গাজ়ায় ইজ়রায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের মধ্য সংঘাত), যা আমি থামালাম।” একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সংযোজন, “আমি শুনেছি যে, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। আমি (ইজ়রায়েল থেকে) ফেরা পর্যন্ত অপেক্ষা করছি। আমি আর একটাও করে দেব (যুদ্ধ থামানো)।”

গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা ফেলা হয়। ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে তালিবান সরকার। তারই জবাবে শনিবার পাক সীমান্তে হামলা চালানো হয়েছে বলে দাবি কাবুলের। তারা জানিয়েছে, ৫৮ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে তাদের হামলায়। বেশ কয়েকটি পাক ঘাঁটি তারা দখল করে নিয়েছে বলেও জানায়। পাক সেনার বিবৃতিতে বলা হয়েছে, রাতভর সংঘর্ষে তাদের ২৩ জন মারা গিয়েছেন। জখম ২৯ জন। গোয়েন্দা সূত্রে উদ্ধৃত করে ওই বিবৃতিতে বলা হয়েছে, ২০০-র বেশি তালিব যোদ্ধা এবং তাদের সহযোগী গোষ্ঠীর জঙ্গি নিহত হয়েছে এই সংঘর্ষে। জখমের সংখ্যা আরও বেশি। এই পরিস্থিতিতে দু’পক্ষই পরস্পরকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে। দুই প্রতিবেশী দেশের সংঘাত আরও দীর্ঘস্থায়ী হবে বলেই মনে করছেন অনেকে। এই আবহে ট্রাম্পের যুদ্ধ থামানোর আশ্বাসকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে হওয়া সামরিক সংঘাত থামিয়ে দিয়েছেন— এমনটা বহু বার দাবি করেছেন ট্রাম্প। গত ২০ জুন ভারত-পাক যুদ্ধ থামাতে ট্রাম্পের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তাঁর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছিল পাকিস্তান। ভারত অবশ্য বরাবরই বলে এসেছে, পাকিস্তানের সঙ্গে সংঘাত থামাতে তৃতীয় কোনও পক্ষের কোনও ভূমিকা নেই। পাকিস্তান, ইজ়রায়েল সহ একাধিক দেশের প্রস্তাব এবং দৌত্য সত্ত্বেও এ বার নোবেল পুরস্কার পাননি ট্রাম্প। রবিবার ট্রাম্পের দাবি, তাঁর লক্ষ্য পুরস্কার পাওয়া নয়, মানুষের জীবন বাঁচানো।

Donald Trump War Nobel Peace Prize
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy