Advertisement
E-Paper

আমেরিকায় ইস্পাত-অ্যালুমিনিয়াম রফতানি করলে গুনতে হবে বাড়তি শুল্ক! তালিকা থেকে আপাতত বাদ ব্রিটেন

গত ফেব্রুয়ারিতে অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর বাড়তি ২৫ শতাংশ আমদানি শুল্ক আদায় করার কথা জানায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে সম্প্রতি সেই হার ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নেয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১২:৩১
Donald Trump signs order hiking US steel, aluminium tariffs to 50 percentages from Wednesday

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

আমেরিকায় ইস্পাত-অ্যালুমিনিয়াম রফতানি করলে গুনতে হবে ৫০ শতাংশ শুল্ক। বুধবার থেকেই ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশ কার্যকর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট এই সিদ্ধান্তকে আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং শিল্পের ভিত্তি রক্ষার জন্য অপরিহার্য বলে বর্ণনা করেছেন।

নতুন শুল্ককাঠামো সংক্রান্ত নির্বাহী আদেশ সই করার পর ট্রাম্প বলেন, ‘‘আমার মতে, যে দেশগুলি এত দিন আমেরিকায় কম দামে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পাঠিয়ে মুনাফা করত, তাদের মোকাবিলা সম্ভব হবে এই বর্ধিত শুল্ক কার্যকর হলে।’’ মার্কিন বিদেশসচিব হাওয়ার্ড লুটানিক জানান, বর্তমানে আমেরিকার ইস্পাত এবং অ্যালুমিনিয়াম খাতের অবস্থা বিশ্লেষণ করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্পও সেই কথাই জানান।

গত ফেব্রুয়ারিতে অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর বাড়তি ২৫ শতাংশ আমদানি শুল্ক আদায় করার কথা জানায় ট্রাম্প প্রশাসন। তবে সম্প্রতি সেই হার ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নেয়। বিশ্বের বেশির ভাগ দেশকেই আমেরিকায় ইস্পাত-অ্যালুমিনিয়াম রফতানি করতে ৫০ শতাংশ হারে শুল্ক দিতে হবে। তবে সেই তালিকা থেকে আপাতত বাদ থাকছে ব্রিটেন। তাদের সঙ্গে বাণিজ্যচুক্তি অনেকটাই অগ্রসর হয়েছে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। এই চলমান আলোচনার কারণেই ব্রিটেনের জন্য ইস্পাত-অ্যালুমিনিয়াম আমদানি শুল্ক ২৫ শতাংশই রাখা হয়েছে। ৯ জুলাইয়ের মধ্যে বাণিজ্যচুক্তির বিষয়টি যদি চূড়ান্ত না হয়, তবে অন্যান্য দেশের মতোই ব্রিটেনকেও ৫০ শতাংশ হারে শুল্ক দিতে হবে।

US Tariff Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy