তথ্যচিত্রে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিকৃত করার অভিযোগে উঠেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র বিরুদ্ধে। এ বার সেই ঘটনায় সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুমকি দিলেন ট্রাম্পের আইনজীবীরা। তথ্যচিত্রটি প্রত্যাহার করার জন্য বিবিসিকে ১৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তাঁরা। অন্যথায় ওই সংবাদমাধ্যমকে একশো কোটি ডলারের মামলার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২১ সালে। বিবিসি সম্পাদিত একটি তথ্যচিত্রে দেখানো হয়, সেই বছর আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে ফলপ্রকাশের পরে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলা করে উত্তেজিত জনতা। হামলার জন্য আঙুল ওঠে সদ্য পরাজিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনের এক অনুষ্ঠানেট্রাম্পের দু’টি আলাদা আলাদা বক্তব্যকে এমন ভাবে জুড়ে বিবিসি-র ওই তথ্যচিত্রে দেখানো হয়েছিল, যা শুনে মনে হয়— ক্যাপিটল হিলে হামলার জন্য ট্রাম্প প্রত্যক্ষ উস্কানি দিয়েছিলেন। এই ঘটনার পরে বিশ্ব জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। বিবিসি-র এই তথ্যচিত্র নিয়ে প্রথমে প্রতিবাদ জানিয়েছিলেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইনা লিভিট। তিনি দাবি করেছিলেন, এই ধরনের কোনও হিংসাত্মক কার্যকলাপের প্ররোচনা দেননি ডোনাল্ড ট্রাম্প।
এর পরে ব্রিটিশ সংবাদ সংস্থাটির বিরুদ্ধে তথ্য বিকৃত করার অভিযোগ তুলে তথ্য ফাঁস করে সেই দেশেরই একটি সংবাদপত্র। একই অভিযোগে রবিবার প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি পায় বিবিসি। চিঠিতে ভুল তথ্য পরিবেশনের জন্য বিবিসি-কে ক্ষমা চাওয়ার পাশাপাশি, যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। চাপের মুখে পড়ে ইস্তফা দিয়েছেন বিবিসি-র ডিরেক্টর জেনারেল টিম ডেভি এবং সংবাদ বিভাগের সিইও ডেবোরা টার্নেস। দু’জনেই নিজেদের বিবৃতিতে বিতর্কের সম্পূর্ণ দায় নিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)