Advertisement
০১ মে ২০২৪
International news

ভারতের ভোট নিয়ে যা করার করবই: জুকেরবার্গ

জুকেরবার্গ বলেছেন, ‘‘সামনেই ভারত, পাকিস্তান-সহ বেশ কয়েকটা দেশে সাধারণ নির্বাচন রয়েছে। সেই ভোট প্রভাবমুক্ত রাখার জন্য আমরা চেষ্টা করব।’’ তাঁর কথায়, ‘‘কেমব্রিজ অ্যানালিটিকার ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি। কথা দিচ্ছি এ ধরনের ঘটনা আর ঘটবে না।’’

মার্কিন কংগ্রেসে প্রশ্নের মুখে জুকেরবার্গ। ছবি: রয়টার্স।

মার্কিন কংগ্রেসে প্রশ্নের মুখে জুকেরবার্গ। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ১১:৪৭
Share: Save:

গোটা দুনিয়ার চোখ ছিল মার্কিন কংগ্রেসের দিকে। তথ্যফাঁসের ঘটনায় ফেসবুকের সিইও জুকেরবার্গকে ঠিক কতটা চেপে ধরবেন মার্কিন কংগ্রেসের সদস্যরা, তা নিয়েও জল্পনা ছিল তুঙ্গে। মঙ্গলবার, প্রথম দিনের শুনানিতে কিন্তু দোষ স্বীকার করে নিয়েছেন মার্ক জুকেরবার্গ। পাশাপাশি কাঠগড়ায় তুলছেন রাশিয়াকে। তাঁর দাবি, ‘‘রাশিয়ার একদল মানুষ ফেসবুকের মতো সংস্থা থেকে ফায়দা তোলার চেষ্টা করছে। আমরা এই ধরনের ঘটনা ঠেকানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। আবার ওরাও বিপুল অর্থ খরচ করছে। গোটা ব্যাপারটা যেন অস্ত্র প্রতিযোগিতার স্তরে চলে গিয়েছে।’’

প্রশ্ন উঠছে, তবে কি ফেসবুকে ইউজারদের তথ্য সুরক্ষিত নয়? কেমব্রিজ অ্যানালিটিকার প্রাক্তন কর্মী ক্রিস্টোফারর ওয়াইলি জানিয়েছেন, ফেসবুক থেকে যে তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে, তা তিনি অনেকদিন আগেই আঁচ করেছিলেন। তাঁর আশঙ্কা, ডোনাল্ড ট্রাম্পকে ভোটে জেতানোর জন্য সেই তথ্য ব্যবহার করেছিল রাশিয়া।

তবে কি ভারতের নির্বাচনেও সেরকম কিছু ঘটতে পারে?

মার্কিন কংগ্রেসের শুনানিতে জুকেরবার্গ বলেছেন, ‘‘সামনেই ভারত, পাকিস্তান-সহ বেশ কয়েকটা দেশে সাধারণ নির্বাচন রয়েছে। সেই ভোট প্রভাবমুক্ত রাখার জন্য আমরা চেষ্টা করব।’’ তাঁর কথায়, ‘‘কেমব্রিজ অ্যানালিটিকার ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি। কথা দিচ্ছি এ ধরনের ঘটনা আর ঘটবে না।’’ তিনি আরও জানান, ফেসবুক ইউজারদের পাশাপাশি তাঁর ব্যক্তিগত তথ্যও হাতিয়ে নেওয়া হয়েছে।

আরও খবর: এফবিআই কোহেনের ঘরে! চটে লাল ট্রাম্প

আরও খবর: হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্ক্রিপাল-কন্যা

আগেও ফেসবুক থেকে তথ্যফাঁসের দায় নিজের কাঁধে নিয়েছিলেন জুকেরবার্গ। মার্কিন কংগ্রেসের সামনে তিনি এ দিনও তিনি বলেছেন, ‘‘আমি ফেসবুক তৈরি করেছি। ফেসবুকের যাবতীয় দায় আমার। যে ভুল হয়েছে, সে জন্য আমি দুঃখিত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE