Advertisement
০৫ মে ২০২৪
International News

মেয়েকে চার বছর ধরে লাগাতার ধর্ষণ, ১৫০৩ বছর জেল বাবার

১৩ বা ২২ বছর নয়, ধর্ষণের অপরাধে কারাবাস ১৫০৩ বছরের! ক্যালিফোর্নিয়ার ফ্রেজনো শহরের সুপিরিয়র কোর্টের ইতিহাসে দীর্ঘতম কারাবাসের রেকর্ড গড়ল এই রায়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ১৫:২৯
Share: Save:

১৩ বা ২২ বছর নয়, ধর্ষণের অপরাধে কারাবাস ১৫০৩ বছরের! ক্যালিফোর্নিয়ার ফ্রেজনো শহরের সুপিরিয়র কোর্টের ইতিহাসে দীর্ঘতম কারাবাসের রেকর্ড গড়ল এই রায়।

চার বছর ধরে নিজের কিশোরী মেয়েকে লাগাতার ধর্ষণ করে গিয়েছে রেনে লোপেজ। কিন্তু, সে জন্য এক বারের জন্যও অনুতপ্ত নয় সে। উল্টে গোটা ঘটনার জন্য নিজের মেয়েকেই দোষী সাব্যস্ত করেছে। শুধু তা-ই নয়, মেয়েকে নিজের ‘সম্পত্তির অংশ’ বলেই মনে করে সে। ঘটনার খবর প্রকাশ্যে আসার পর সাড়া পড়ে গিয়েছে ক্যালিফোর্নিয়ার শহর ফ্রেজনোতে। কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে গত শুক্রবার ফ্রেজনোর বাসিন্দা লোপেজকে দেড় হাজারেরও বেশি বছর কারাদণ্ড দিল ক্যালিফোর্নিয়ার এক আদালত।

লোপেজের সেই মেয়ে এখন সদ্যযুবতী। ছোটবেলার দুঃস্বপ্নের দিনগুলো এখনও তাড়া করে বেড়ায় তাঁকে। নিজের বাড়িতেই দিনের পর দিন বাবার লালসার শিকার হয়েছেন তিনি। মামলার রায় শোনার পর তিনি বলেন, “বাবা যখন আমাকে নির্যাতন করত, তখন আমি খুব ছোট। অসহায় ছিলাম। বাবার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কোনও ক্ষমতাই ছিল না।” তিনি জানিয়েছেন, এক পারিবারিক বন্ধুর কাছে প্রথম বার যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। কিন্তু, বাবার কাছে তা জানিয়েও কোনও সুরাহা হয়নি। উল্টে বাবার কাছে পাশবিক অত্যাচারের শিকার হতে হয়েছে তাঁকে। এই মামলার আইনজীবী নিকোল গ্যালস্ট্যান জানিয়েছেন, মে ২০০৯-এর থেকে ২০১৩ পর্যন্ত লোপেজ প্রতি সপ্তাহে দু’তিন বার করে মেয়েকে ধর্ষণ করেছে। শেষমেশ ২০১৩-তে বাবাকে ছেড়ে চলে যাওয়ার মতো সাহস পান তার মেয়ে।

গত সেপ্টেম্বরে ১৮৬টি অপরাধের দায়ে লোপেজকে দোষী সাব্যস্ত করেন এক জন জুরি। এই মামলা চলাকালীন নিজের অপরাধ স্বীকারের জন্য দু’বার সুযোগ মিললেও তা ফিরিয়ে দেয় লোপেজ। প্রাথমিক পর্বের শুনানির সময় নিজের দোষ স্বীকার করলে হয়ত তার মাত্র ১৩ বছরের জেল হত। পরের বার মামলা শুরুর সময়ও নিজের কুকীর্তির কথা স্বীকার করলে ২২ বছরের জেল হত তার। কিন্তু, লোপেজের আশা ছিল, কারাবাস নয়, ছাড়া পেয়ে যাবে সে। ফলে দু’বারই নিজের দোষ স্বীকার করার অনুরোধ নাকচ করে দেয় লোপেজ। মামলার রায় শোনানোর সময় বিচারক এডওয়ার্ড সারকিসিয়ান জুনিয়র ৪১ বছরের লোপেজকে ‘সমাজের পক্ষে বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছেন। ১৩ বা ২২ বছর নয়, লোপেজকে ১৫০৩ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

আরও পড়ুন

প্রয়াত এভারেস্ট জয়ী প্রথম মহিলা জুঙ্কো তাবেই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

1,503 years in Prison Rape Raping Daughter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE