ঢাকায় অবস্থিত আমেরিকার দূতাবাসে সন্ত্রাসবাদী হামলা হতে পারে— এই তথ্যের ভিত্তিতে ওই দূতাবাস ও তার সংলগ্ন এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হল। কাল রাত থেকে বারিধারার কূটনৈতিক এলাকায় আমেরিকার দূতাবাসে পুলিশের বিশেষ দল সোয়াট-কে মোতায়েন করা হয়।
২০২৪ সালের ৫ অগস্ট পালাবদলের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার প্রভাব ক্রমাগত বাড়ছে। স্বভাবতই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমেরিকার দূতাবাসও। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন ঊর্ধ্বতন অফিসার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘‘নিরাপত্তাজনিত হুমকির বিষয়ে আমাদের বিস্তারিত জানানো হয়নি। তবে দূতাবাসের অনুরোধে সোয়াট দল এখনও সেখানে মোতায়েন রয়েছে।’’ তিনি জানিয়েছেন, গত কাল রাত সাড়ে ৯টা নাগাদ সোয়াট মোতায়েন করা হয়েছে। একটি সূত্রের খবর, পুলিশের গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, সম্ভাব্য হামলাকারী হিসেবে সন্দেহভাজন তিন ব্যক্তির ছবি তাদের হাতে এসেছে। এই তথ্যের ভিত্তিতেই পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে ডিএমপি কমিশনারকে একটি গোপন চিঠির মাধ্যমে নিরাপত্তা বাড়ানোর জন্য জরুরি পদক্ষেপ করতে বলা হয়। এ বিষয়ে কূটনৈতিক নিরাপত্তা বিভাগের উপ-কমিশনার নূরে আলম কোনও মন্তব্য করতে চাননি। নিরাপত্তাজনিত হুমকি এবং সোয়াট মোতায়েনের ব্যাপারে আমেরিকার দূতাবাসের তরফেও বক্তব্য মেলেনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)