ওমিক্রনের সংক্রমণে উদ্বিগ্ন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রতীকী চিত্র
করোনার নয়া রূপ ওমিক্রনে প্রথম মৃত্যু হল ব্রিটেনে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘‘এই দেশে অন্তত একজনের মৃত্য হয়েছে, যিনি ওমিক্রনে আক্রান্ত ছিলেন।’’ একই সঙ্গে তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, দ্রুত মিউটেশনের ফলে ঢেউয়ের মতো আছড়ে পড়তে পারে ওমিক্রনের তরঙ্গ। এর জন্য সচেতন থাকা জরুরি।
তবে, ওমিক্রনে মৃত ব্যক্তি সম্পর্কে এর বেশি তথ্য দেননি বরিস। তাঁর বিদেশে যাওয়ার কোনও ইতিহাস ছিল কি না, তা-ও জানা যায়নি সোমবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত।
British Prime Minister Boris Johnson said on Monday the first patient had died after contracting the #Omicron variant of the #coronavirus: Reuters
— ANI (@ANI) December 13, 2021
২৭ নভেম্বর সে দেশে প্রথম ওমিক্রন আক্রান্ত চিহ্নিত হওয়ার পর নানা বিধি নিষেধ জারি করা হয়। রবিবার প্রধানমন্ত্রী দেশবাসীকে বুস্টার টিকা নেওয়ার পরামর্শ দেন। স্বাস্থ্য সচিব, সাজিদ জাভেদ বলেন, ‘‘করোনার ওমিক্রন রূপ দেশে দ্রুত ছাডি়য়ে পড়ছে। আক্রান্তের ৪০ শতাংশ ওমিক্রনে সংক্রমিত।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy