Advertisement
২৪ এপ্রিল ২০২৪
flood

Europe flood: ইউরোপের বন্যায় মৃত বেড়ে ১৭০

জার্মানির একাধিক জায়গায় হড়পা বান ও নদীর জলস্তর বেড়ে গিয়ে ডুবেছে বাড়িঘর। বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা।

 বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনে আঙ্গেলা ম্যার্কেল। রবিবার।

বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনে আঙ্গেলা ম্যার্কেল। রবিবার। রয়টার্স

সংবাদ সংস্থা
মিউনিখ শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ০৬:৫২
Share: Save:

বন্যার জেরে পশ্চিম জার্মানি ও বেলজিয়ামে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০। গত কয়েক দিন ধরে এক টানা বৃষ্টিতে ডুবেছে জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের বহু এলাকা।

গতকালও জার্মানির একাধিক জায়গায় হড়পা বান ও নদীর জলস্তর বেড়ে গিয়ে ডুবেছে বাড়িঘর। বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। জলমগ্ন হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। ফলে বন্যার জেরে নিখোঁজ শতাধিক লোকের খোঁজ এখনও মেলেনি বলে জানিয়েছে প্রশাসন। জার্মানির এমনই একটি বানভাসি শহর আরওয়েলারে মদের দোকান চালান মিশেল ল্যাঙ। বন্যায় ডুবে গিয়েছে তাঁর দোকান। ধরা গলায় বললেন, ‘‘সব কিছু শেষ হয়ে গেল। কিছুই চিনতে পারছি না।’’ শুধুমাত্র উত্তর রাইন-ওয়েস্টফালিয়ায় বন্যায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। সেখানকার পরিস্থিতি আকাশপথে ঘুরে দেখেছেন প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমাইয়ার। শুক্রবার কোলনের কাছে একটি বাঁধে ফাটল ধরায় প্রায় ৭০০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আজ সেখানের পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ওই এলাকার মেয়র। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাইনল্যান্ড প্যালাটিনেট প্রদেশ আজ ঘুরে দেখেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।

বেলজিয়াম আজ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। বেশ কিছু জায়গায় আজ বন্যার জল খানিকটা নেমেছে বলে জানিয়েছে প্রশাসন। এ দিকে নেদারল্যান্ডসের দক্ষিণাংশে লিমবার্গ প্রদেশে একাধিক নদীর জল বিপদসীমার উপরে বইতে শুরু করায় সতর্ক হয়েছে সেখানকার প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Europe flood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE