আফগানিস্তান সীমান্তে আবার হামলা চালিয়ে নিজেদের শক্তি জানান দিল পাক তালিবান। রবিবার রাতে এবং সোমবার সকালে উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ায় বিদ্রোহী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বিদ্রোহীদের দু’টি পৃথক হামলায় চার পাক পুলিশকর্মী নিহত হয়েছেন।
পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর)-এর সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে জানানো হয়েছে, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের লক্কি মারওয়াত এবং বান্নু জেলায় হামলার ঘটনা ঘটেছে। লক্কি মারওয়াতে মোটরসাইকেলে সওয়ার জঙ্গীরা টহলদার পুলিশকর্মীদের উপর স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। ওই ঘটনায় তিন পুলিশকর্মী নিহত হন। অন্য দিকে, সোমবার বান্নুতে এক পুলিশ আধিকারিককে গুলি করে খুন করেছে জঙ্গিরা।\
আরও পড়ুন:
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে দীর্ঘদিন ধরে সক্রিয় তালিব বিদ্রোহীরা। টিটিপি (পাক সরকার এবং সেনা যাদের ‘ফিতনা আল খোয়ারিজ়’ বলে চিহ্নিত করে) নামে পরিচিত ওই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে প্রায়শই সংঘর্ষ লেগে থাকে পাকিস্তানের সেনা এবং আধাসেনা বাহিনীর। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানই ওই বিদ্রোহী গোষ্ঠীকে মদত দিচ্ছে। কাবুলে তালিবান সরকার পুনরায় ক্ষমতায় আসার পরে পাকিস্তানের তালিবান বিদ্রোহী গোষ্ঠী আরও সক্রিয় হয়েছে বলে অভিযোগ তাদের। গত অক্টোবর থেকে বেশ কয়েক দফায় আফগানিস্তানের মাটিতে টিটিপির ডেরায় বিমান হামলা চালিয়ে পাকিস্তান। ঘটনার জেরে দু’দেশের সীমান্ত সংঘর্ষও হয়েছে।