চলে যাওয়ার আগে ঠাকুমাকে বিদায় জানাতে এল কয়েকশো পড়ুয়া। কারণ গত প্রায় ১২ বছর ধরে ওই অচেনা ঠাকুমা রোজ সকালে তাদের হাত নেড়ে সুপ্রভাত জানিয়েছেন। এক সময় সবার বন্ধু হয়ে উঠেছিলেন।
২০০৭ সালে স্বামীর সঙ্গে ব্রিটিশ কলম্বিয়ার কমক্সে বসবাস শুরু করেন টিনে ডেভিডসন (৮৮)। তাঁর বাড়ির পাশ দিয়েই গিয়েছে স্কুলের রাস্তা। শুরুর দিন থেকে হাসিমুখে যাতায়াতের পথে পড়ুয়াদের দিকে হাত নেড়ে টাটা করতেন। একই ভাবে হাত নেড়ে উত্তর দিতেন পড়ুয়ারাও।
এভাবেই শুরু। ধীরে ধীরে দু’ তরফে বন্ধুত্ব গড়ে ওঠে। এমনকি ওই পড়ুয়ারা মাঝে মাঝে বৃদ্ধ দম্পতির বাড়িতেও আসেন।