তিন মাস আগে ইজ়রায়েল দাবি করেছিল, গাজ়ায় সেনা অভিযানে মৃত্যু হয়েছে সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের প্রধান মহম্মদ সিনওয়ারের। তবে এত দিন তাদের সামরিক প্রধানের মৃত্যুর খবর নিয়ে ধোঁয়াশা রেখেছিল হামাস। এ বার ইজ়রায়েলের দাবি স্বীকার করে নিল তারা। সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হামাস।
অন্য শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে সিনওয়ারের ছবি প্রকাশ করেছে হামাস। সেখানে তাঁকে ‘শহিদ’ বলে উল্লেখ করেছে সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী। তবে কী ভাবে, কবে তাঁর মৃত্যু হল— সে ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি।
ইসমাইল হানিয়ার মৃত্যুর পর গত বছর অগস্টে হামাস প্রধানের দায়িত্ব নিয়েছিলেন মহম্মদ সিনওয়ারের দাদা ইয়াহিয়া। কিন্তু মাস দুই পরেই ইজ়রায়েলি সেনার হামলায় তাঁর মৃত্যু হয়েছিল। সূত্রের খবর, মৃতদেহের ডিএনএ পরীক্ষা করে ইয়াহিয়ার মৃত্যু নিশ্চিত করা হয়েছিল ইজ়রায়েলের তরফে। তাঁর মৃত্যুর পর হামাস প্রধান হন সিনওয়ার।
গত মে মাসে দক্ষিণ গাজ়ার একটি হাসপাতালে বিমানহানা চালিয়েছিল ইজ়রায়েলি সেনা। সেই হামলার পরই তারা দাবি করে, ওই হাসপাতালে গোপন আস্তানা তৈরি করেছিলেন সিনওয়ার। ইজ়রায়েলি হামলায় সেই আস্তানাতেই মৃত্যু হয় তাঁর। এই হামলার দু’দিন পর ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, ‘‘আমরা হাজার হাজার জঙ্গিকে খতম করেছি। খুনিদের শীর্ষনেতা দেইফ, হানিয়া, ইয়াহিয়া সিনওয়ারকেও নিকেশ করা হয়েছে। আর এখন তো মহম্মদ সিনওয়ারও নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে!’’ তবে এত দিন সিনওয়ারের মৃত্যু নিয়ে মুখে কুলুপ এঁটেছিল হামাস।
আরও পড়ুন:
সিনওয়ারের মৃত্যুর পর সংগঠনের দায়িত্বে কে আসবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, সিনওয়ারের উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হতে পারে ইজ্জ আল-দিন হাদ্দাদকে। বর্তমানে উত্তর গাজ়ায় হামাসের সামরিক অভিযান তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন তিনি। মনে করা হচ্ছে, সিনওয়ারের পর তাঁকেই হামাস প্রধানের দায়িত্ব দেওয়া হতে পারে।