গাজ়ায় নতুন করে হামলার পরিকল্পনা করছে হামাস। আমেরিকার এই দাবি উড়িয়ে দিল প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী। তাদের দাবি, তারা এ ধরনের কোনও পরিকল্পনার সঙ্গে যুক্ত নয়। গাজ়ায় প্যালেস্টাইনিদের উপর কোনও হামলা চায় না তারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আপাতত সংঘর্ষবিরতি চলছে ইজ়রায়েল এবং হামাসের মধ্যে। শর্ত মেনে বন্দি বিনিময়ও করেছে দুই পক্ষ। তার মধ্যেই আমেরিকার বিদেশ দফতর রীতিমতো বিবৃতি দিয়ে দাবি করে, গাজ়ায় নতুন করে হামলার ছক কষছে হামাস। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বস্ত সূত্রে’ হামাসের হামলার আশঙ্কা কথা জানতে পেরেছে আমেরিকা। বিবৃতি অনুযায়ী, ‘‘প্যালেস্টাইনিদের বিরুদ্ধে পরিকল্পিত হামলা যুদ্ধবিরতি চুক্তি সরাসরি লঙ্ঘন করবে। সমঝোতার মাধ্যমে যে অগ্রগতি হয়েছে, তা অনর্থক হয়ে পড়বে।’’
পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তির জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ, দাবি বিবৃতিতে। ট্রাম্প সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘যদি হামাস গাজ়ায় হত্যালীলা চালিয়ে যায়, যেটা চুক্তিতে ছিল না, তবে আমাদের হাতেও ওদের মেরে ফেলা ছাড়া আর কোনও বিকল্প থাকবে না।’’
আরও পড়ুন:
আমেরিকার হুঁশিয়ারি, হামাস যদি তাদের পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ করে, তবে গাজ়ার মানুষকে রক্ষা করা এবং যুদ্ধবিরতি রক্ষার স্বার্থে পাল্টা কঠোর পদক্ষেপ করবে তারা। আমেরিকার বিদেশ দফতরের এই বিবৃতির পরই প্রতিক্রিয়া দিল হামাস। তারা স্পষ্ট জানিয়ে দিল, সংঘর্ষবিরতি লঙ্ঘনের কোনও উদ্দেশ্য নেই তাদের।