Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Hurricane

লরার ভিতরটা কেমন? দেখালো আমেরিকার হ্যারিকেন হান্টারের পোস্ট করা ভিডিয়ো

সেই বিধ্বংসী ঝড়ের ভিতরটা দেখতে কেমন? সেটাই সম্প্রতি সামনে এসেছে ‘হ্যারিকেন হান্টার’ নিক আন্ডারউডের সৌজন্যে।

হ্যারিকেন লরার জেরে জলমগ্ন আমেরিকার বিস্তীর্ণ এলাকা। ছবি—এপি।

হ্যারিকেন লরার জেরে জলমগ্ন আমেরিকার বিস্তীর্ণ এলাকা। ছবি—এপি।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২০ ১৫:৩২
Share: Save:

আমপান এসে লন্ডভন্ড করে দিয়েছিল পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এ রকমই প্রবল গতি সম্পন্ন হ্যারিকেন প্রতি বছর আছড়ে পড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কিন্তু সেই বিধ্বংসী ঝড়ের ভিতরটা দেখতে কেমন? সেটাই সম্প্রতি সামনে এসেছে ‘হ্যারিকেন হান্টার’ নিক আন্ডারউডের সৌজন্যে।

আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার অ্যাডমিনিট্রেশনের সঙ্গে হ্যারিকেন চেজিং বিমানে করে গিয়েছিলেন হ্যারিকেন লরার ভিতর। সেই ঘটনার ভিডিয়ো তিনি বৃহস্পতিবার আপলোড করেছেন নিজের টুইটার হ্যান্ডল থেকে। সেই ভিডিয়ো দেখে হ্যারিকেন নিয়ে উৎসাহিত হয়েছেন নেটাগরিকরা।

বৃহস্পতিবার রাত একটা নাগাদ আমেরিকার লুইজিয়ানার উপকূলে আছড়ে পড়েছিল হ্যারিকেন লরা। প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার বেশি বেগের এই ঝড়ে বিপর্যস্ত লুইজিয়ানার বিস্তীর্ণ এলাকা। গাছ উপড়ে, বাড়ি ভাঙার পাশাপাশি ঝড়ের জেরে জলমগ্ন আমেরিকার ওই এলাকা। সেই ঝড়ের ভিতরই ঢুকে হ্যারিকেন সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন নিক। ভবিষ্যতে ঝড় সংক্রান্ত পূর্বাভাস তৈরির ক্ষেত্রে এই সমস্ত তথ্য কাজে লাগবে বলেই দুঃসাহসিক কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন নিক।

হ্যারিকেন লরার ভিতর ঢুকে পড়ার ভিডিয়ো আপলোড করে নিক লিখেছেন, ‘‘আজ লরার ভিতর পাঁচ বার ঢুকেছি। দ্বিতীয়বার যাওয়ার পর তৃতীয়বারের জন্য যাওয়ার প্রস্তুতির সময়ের ভিডিয়ো এটি। আজকে পাঁচবার নিয়ে জীবনে মোট ৬১ বার হ্যারিকেনের ভিতর ঢুকলাম।’’ দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: ২৩ কোটি ডলারের শেয়ার কর্মীদের বিলিয়ে দিলেন মার্কিন উদ্যোগপতি

আরও পড়ুন: ৫৯ বছর পর বৃহত্তম হাইড্রোজেন বোমা বিস্ফোরণের গোপন ভিডিয়ো প্রকাশ করল রাশিয়া

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hurricane USA Natural Disaster
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE