Advertisement
২০ এপ্রিল ২০২৪
India-China Conflict

‘সীমান্ত সমস্যার সমাধানে দু’পক্ষেরই সদিচ্ছা রয়েছে’, বললেন নয়া চিনা বিদেশমন্ত্রী

সীমান্তে চিনা আগ্রাসন থেকে শুরু করে জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের ভাইকে আন্তর্জাতিক জঙ্গি তালিকায় অন্তর্ভুক্তি আটকে দেওয়া পর্যন্ত নানা বিষয়ে দু’দেশের সম্পর্ক তিক্ত হয়েছে।

সীমান্ত সমস্যার সমাধান চান চিনের নয়া বিদেশমন্ত্রী কুইন গং।

সীমান্ত সমস্যার সমাধান চান চিনের নয়া বিদেশমন্ত্রী কুইন গং। গ্রাফিক: সনৎ সিংহ।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ২২:০৬
Share: Save:

লাদাখ এবং অরুণাচল প্রদেশের সীমান্ত সংঘাতের আবহে এ বার দু’দেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন চিনের নয়া বিদেশমন্ত্রী কুইন গং। সোমবার আমেরিকার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানো আমাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।’’

২০১৩ সাল থেকে টানা ৯ বছর ৯ মাস চিনের বিদেশমন্ত্রীর দায়িত্বে থাকার পরে গত ৩০ ডিসেম্বর অব্যাহতি নিয়েছেন ওয়াং ই। তাঁর জায়গায় আমেরিকার চিনা রাষ্ট্রদূত পদে থাকা গংকে নয়া বিদেশমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। নয়া বিদেশমন্ত্রীর দায়িত্ব নিয়ে নিয়ে গং বলেন, ‘‘চিনের দৃষ্টিতে উন্নয়ন মানে শান্তির জন্য একটি মজবুত শক্তি হয়ে ওঠা। আমরা স্থিতাবস্থা ভাঙতে চাই না।’’

পূর্ব লাদাখে, তাওয়াংয়ে চিনা সেনা আগ্রাসন থেকে শুরু করে জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই আব্দুল রউফকে আন্তর্জাতিক জঙ্গি তালিকায় অন্তর্ভুক্তি আটকে দেওয়া পর্যন্ত নানা বিষয়ে দু’দেশের সম্পর্ক তিক্ত হয়েছে। গং জানান, দু’পক্ষের সম্মতি ভিত্তিতে আলোচনার মাধ্যমেই নয়াদিল্লি-বেজিং সম্পর্কে স্থিতাবস্থা ফিরতে পারে। তিনি বলেন, ‘‘সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানে দু’পক্ষেরই সদিচ্ছা রয়েছে।’’

পাশাপাশি, তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার জন্য চিনের কোনও দায় নেই বলেও দাবি করেছেন তিনি। গং বলেন, ‘‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্যই পরিস্থিতি নতুন করে ঘোরালো হয়েছে।’’ পাশাপাশি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নাম না-করে তিনি জানিয়েছেন, প্রতিটি রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সম্মান করার পক্ষে বেজিং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India-China Conflict LAC China
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE