Advertisement
১৮ মে ২০২৪
International News

সাড়ে ৬৫ কোটির প্রতারণা, আমেরিকায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত

পুলিশ সূত্রে খবর, পৃথ্বীরাজের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১৮ মার্চ। পৃথ্বীরাজের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ প্রমাণিত হলেই সর্বাধিক ২০ বছর কারাদণ্ড হবে। সেই সঙ্গে প্রায় ১ কোটি ৭৬ লক্ষ জরিমানা হবে তাঁর।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ১৮:৫৫
Share: Save:

প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন সিসকো সিস্টেমস-এর প্রাক্তন কর্মী ভারতীয় বংশোদ্ভূত পৃথ্বীরাজ ভিখা। তাঁর বিরুদ্ধে সংস্থার প্রায় সাড়ে ৬৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। গত ১ মার্চ সান ফ্রান্সিসকো বিমানবন্দর থেকে পৃথ্বীরাজকে গ্রেফতার করে পুলিশ

পুলিশ সূত্রে খবর, পৃথ্বীরাজের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১৮ মার্চ। পৃথ্বীরাজের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ প্রমাণিত হলেই সর্বাধিক ২০ বছর কারাদণ্ড হবে। সেই সঙ্গে প্রায় ১ কোটি ৭৬ লক্ষ জরিমানা হবে তাঁর।

এফবিআই সূত্রে জানানো হয়েছে, ২০১৭-র মাঝামাঝি সংস্থার সান হোসের গ্লোবাল সাপ্লাই ইউনিটের ডিরেক্টর পদে ছিলেন। ২০১৩-য় সংস্থার একটি নতুন প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে পৃথ্বীরাজের বিরুদ্ধে। ওই সময় বেশ কয়েকটি বিদেশি সংস্থাকে সেই কাজ পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে। বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে ২০১৬-য়। সংস্থারই বেশ কিছু কর্মীর পৃথ্বীরাজের কাজে সন্দেহ হয়। শুধু পৃথ্বীরাজই নয়, এ ব্যাপারে আরও এক কর্মীর নাম সামনে আসে। তার পরই পৃথ্বীরাজ এবং ওই কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়।

আরও পড়ুন: ভয়ঙ্কর সুনামি আসছে! সূর্যের মনের কথা জানিয়ে চমক রানাঘাটের কন্যার

আরও পড়ুন: ৮০ শতাংশ বোমাই লক্ষ্যে আঘাত করেছে, কেন্দ্রকে রিপোর্ট দিল বায়ুসেনা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime USA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE