বছরের প্রথম দিনে জার্মানিতে মৃত্যু হল ভারতীয় পড়ুয়ার। জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম হৃত্বিক রেড্ডি (২৫)। তেলঙ্গানার জানগাঁও জেলার বাসিন্দা ওই পড়ুয়া উচ্চশিক্ষার জন্য বছরদুয়েক আগে জার্মানি গিয়েছিলেন। বার্লিনে যে আবাসনে ওই পড়ুয়া থাকতেন, বুধবার রাতে কোনও ভাবে আগুন লেগে যায় সেখানে। প্রাণ বাঁচাতে আবাসনের উপরের তলা থেকে ঝাঁপ দেন ওই পড়ুয়া। তাতেই চোট পেয়ে মৃত্যু হয় হৃত্বিকের।
বুধবার বার্লিনে ঘটনাটি ঘটেছে। বর্ষবরণের দিন গভীর রাতে (স্থানীয় সময়) হৃত্বিকের বার্লিনের অ্যাপার্টমেন্টে আগুন লেগে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগুন থেকে বাঁচতে হৃত্বিক অ্যাপার্টমেন্টের উপরের তলা থেকে নীচে লাফ দেন। তাতেই মাথায় গুরুতর চোট পান ওই পড়ুয়া। দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। তবে ঠিক কী থেকে ওই আবাসনে আগুন লেগেছিল, তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সে দেশের পুলিশ।
আরও পড়ুন:
তেলঙ্গানার জানগাঁও জেলার মালকাপুর গ্রামের বাসিন্দা হৃত্বিক ২০২২ সালে বাগদেবী কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হন। এর পর উচ্চশিক্ষার জন্য ২০২৩ সালের জুন মাসে জার্মানির ম্যাগডেবার্গে যান ওই ছাত্র। ভর্তি হন ইউরোপ বিশ্ববিদ্যালয়ে এমএস ডিগ্রি কোর্সে। জানা গিয়েছে, প্রতি বছর দশেরা উপলক্ষে দেশে ফিরলেও গত বছর হৃত্বিক তা করতে পারেননি। পরিবর্তে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সংক্রান্তি উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন তিনি। তার আগেই বছরের প্রথম দিনে দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকে ভেঙে পড়েছে তেলঙ্গানার পরিবার। ছাত্রের দেহ দেশে ফেরাতে বিদেশ মন্ত্রকের পাশাপাশি জার্মানিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছে তারা। শীঘ্রই ওই ছাত্রের দেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।