দু’সপ্তাহ ধরে গাজ়া ভূখণ্ডে চলা অশান্তির ইতি! ইজ়রায়েলের অন্তর্বর্তিকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক বৈঠকে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ এমনই দাবি করেছে ইজ়রায়েলের সংবাদমাধ্যমগুলি। যদিও নেতানিয়াহু প্রশাসন আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কিছু জানায়নি। প্রতিক্রিয়া মেলেনি হামাসেরও।
ইজ়রায়েল মিডিয়ায় বলা হচ্ছে, প্যালেস্তাইনের সঙ্গে সংঘর্ষকে কেন্দ্র করে নেতানিয়াহু সরকারের উপরে আমেরিকার চাপ প্রবল ভাবে বাড়ছিল। তাই একতরফা ভাবেই গাজ়ায় সেনা অভিযান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ৩ ঘণ্টা পর থেকে অর্থাৎ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টো থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ইজ়রায়েল মিডিয়ার দাবি।
আমেরিকার একটি প্রথম সারির দৈনিক গত কালই ইঙ্গিত দিয়েছিল, শীঘ্রই শান্তি ফিরতে পারে উত্তপ্ত গাজ়ায়। সম্প্রতি গাজ়ায় অশান্তি থামানোর আবেদন জানান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। গত কাল নেতানিয়াহুর সঙ্গে গাজ়ার পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। হোয়াইট হাউসের মুখপাত্র পরে জানান, যে কোনও উপায়ে গাজ়া ভূখণ্ডে হিংসা বন্ধ করাই আমেরিকার লক্ষ্য। গাজ়ায় ইজ়রায়েলি সেনা যে ভাবে আক্রমণ চালাচ্ছে, তা একান্তই নিজেদের প্রতিরক্ষার জন্য বলে বরাবর দাবি করে এসেছেন নেতানিয়াহু। কিন্তু ক্রমশ বাড়তে থাকা আন্তর্জাতিক চাপের কাছে আপাতত নতিস্বীকার করতে হচ্ছে ইজ়রায়েলকে।