স্ত্রীর অন্ত্যেষ্টি প্রক্রিয়া চলাকালীন মৃত্যু হল স্বামীর। টেক্সাসের স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছিল পেশায় শিক্ষিকা ইরমা গার্সিয়ার। বৃহস্পতিবার তাঁরই অন্ত্যেষ্টিতে ফুল দেওয়ার পর হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন স্বামী জো। সেখানেই পড়ে যান এবং তাঁর মৃত্যু হয়।
টেক্সাসের স্কুলে বন্দুকবাজের হামলায় ১৯ জন পড়ুয়া-সহ দুই শিক্ষিকার মৃত্যু হয়। মৃত শিক্ষিকাদের মধ্যে ছিলেন ইরমাও। ২৪ বছরের জীবনসঙ্গীনিকে হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন জো। শেষ পর্যন্ত অন্ত্যেষ্টির দিনই শেষ হল জো-র পথ চলাও।