আমেরিকান গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ডিরেক্টর হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ পটেল কি আদৌ যৌগ্য? কনজ়ারভেটিভ নেতা চার্লি কার্কের হত্যার তদন্তে কাশের অসতর্ক মন্তব্যের পরে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। বিরোধীরা তো বটেই, রিপাবলিকান নেতাদের একাংশ কাশ পটেলের উপরে আস্থা রাখতে পারছেন না। মঙ্গল ও বুধবার সেনেট এবং হাউসের বিচার বিভাগীয় কমিটির মুখোমুখি হওয়ার কথা কাশ পটেলের। সেখানে কার্কের হত্যা তদন্তের পাশাপাশি, রাজনৈতিক মতবিরোধে দীর্ণ এফবিআই-য়ে শান্তি ফেরাতে পারবেন কি না, সে বিষয়েও কাশকে জবাবদিহি করতে হবে। কাশ পটেল এফবিআই-এর দায়িত্ব নেওয়ার পর থেকে রাজনৈতিক টানাপড়েনে ওই সংস্থায় বহু জটিলতা তৈরি হয়েছে।
সম্প্রতি ইউটায় প্রকাশ্যে কার্ককে গুলি করে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই পটেল এক্স হ্যান্ডলে পোস্ট করেন, ‘‘আজ বন্দুকবাজের হামলায় চার্লি কার্কের হত্যার ঘটনায় মূল অভিযুক্ত এখন আমাদের হেফাজতে।’’ কিন্তু পরে জানা যায়, ভুল ব্যক্তিকে ধরেছে এফবিআই। পটেলের ওই পোস্টের পরে ধৃত ব্যক্তিকে ছেড়ে দেওয়া। যদিও আসল অপরাধী টাইলার রবিনসন ধরা পড়েছে। কাশের দক্ষতার প্রশংসা করে তাঁর হয়ে শনিবার মাঠে নেমেছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। এত গুরুত্বপূর্ণএকটি তদন্তে পটেলের তড়িঘড়ি ওই ঘোষণা তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
এক্স হ্যান্ডলে ম্যানহাটনের কনজ়ারভেটিভ নেতা ক্রিস্টোফার রুফো লিখেছেন, ‘এফবিআই-এর শীর্ষ কর্তা হিসেবে কাশ পটেল যোগ্য কি না, তা এ বার রিপাবলিকানদের ঠিক করতে হবে।’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)