আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন রবিবার রাতে। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদমির পুতিনের সরকার তা মেনেও নিল। ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে মঙ্গলবার সৌদি আরবে দু’পক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধি স্তরের বৈঠক হবে।
শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পুতিনের মনোভাব ‘ইতিবাচক’ বলেও দাবি করেছিলেন ট্রাম্প। এই আবহে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে জল্পনা রয়েছে। রুবিও এখন সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)-তে রয়েছেন। যুদ্ধ থামাতে মস্কোর প্রতিনিধিদের সঙ্গে সৌদি আরবে বৈঠক হবে বলে রবিবার ট্রাম্প জানিয়েছিলেন। কিন্তু সুনির্দিষ্ট ভাবে আলোচনার নির্ঘণ্ট জানাননি তিনি।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত বছর আমেরিকায় নির্বাচনের প্রচারপর্বে ফিলাডেলফিয়ায় প্রেসিডেন্সিয়াল ডিবেটে (মুখোমুখি বিতর্কে) ট্রাম্প বলেছিলেন, “আমি প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব।’’ নভেম্বরে ভোটে জেতার পরে যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছিলেন প্রবীণ রিপাবলিকান নেতা। ট্রাম্পের সঙ্গে পুতিনের ব্যক্তিগত সমীকরণ ‘মসৃণ’। সেই সূত্র ধরেই ইউক্রেনে শান্তির পথ খুলতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে রবিবার ট্রাম্প জানিয়েছিলেন, পুতিনের সঙ্গেও তাঁর বৈঠক হবে। সে বিষয়ে কিছু বলেনি ক্রেমলিন।