Advertisement
E-Paper

ঘুরতে ঘুরতে থমকে গেল ‘লন্ডন আই’, আটকে পড়েন পর্যটকেরা! ত্রুটি সারিয়ে ফের সচল নাগরদোলা

আচমকাই থমকে যায় বিখ্যাত ‘লন্ডন আই’। তখন লন্ডনের ওই বিখ্যাত নাগরদোলায় সওয়ার ছিলেন অনেক পর্যটক। তাঁরা আটকে পড়েন। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোন ইঞ্জিনিয়ারেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৫ ২১:৪৬
London Eye stop on hottest day of year leaving visitors stranded in glass pods

‘লন্ডন আই’ চলতে চলতে আটকে যায়। —ফাইল চিত্র।

ঘুরতে ঘুরতে আচমকাই থমকে যায় বিখ্যাত ‘লন্ডন আই’। তখন লন্ডনের ওই বিখ্যাত নাগরদোলায় সওয়ার ছিলেন অনেক পর্যটক। তাঁরা আটকে পড়েন। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোন ইঞ্জিনিয়ারেরা। পরীক্ষা করার পর ধরা পড়ে ত্রুটি। কিছু ক্ষণের চেষ্টায় সেই ত্রুটি মেরামত সম্ভব হয়েছে বলেই জানান ‘লন্ডন আই’ কর্তৃপক্ষ।

লন্ডনের অন্যতম বিখ্যাত স্থান ‘লন্ডন আই’। বড় নাগরদোলায় চড়ার জন্য বহু পর্যটক ভিড় করেন সেখানে। সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে চলতে চলতে আচমকাই থেমে যায় ‘লন্ডন আই’। তখন ওই নাগরদোলার কাচের খোপে আটকে পড়েন পর্যটকেরা। স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টের পর ত্রুটি নজরে আসে সকলের। ‘লন্ডন আই’ থমকে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন আটকা পড়া পর্যটকেরা।

খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে যান ইঞ্জিনিয়ারেরা। শুরু হয় মেরামতির কাজ। ‘লন্ডন আই’ কর্তৃপক্ষের এক মুখপাত্র সংবাদমাধ্যম ‘দ্য সান’কে বলেন, ‘‘আমাদের ইঞ্জিনিয়ারেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন। যান্ত্রিক ত্রুটি শনাক্ত করার পর তা মেরামতি করা হয়। খানিক ক্ষণ পরিষেবা বন্ধ থাকার পর আবার চালু হয়।’’

মে মাসের প্রথম দিনই বিপত্তি ঘটে ‘লন্ডন আই’-এ। স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছিল, বৃহস্পতিবার তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রি ছুঁতে পারে। আবহাবিদদের মতে, এই সময়ে এত তাপমাত্রা সাধারণত দেখা যায় না লন্ডনে। অনেকেই বৃহস্পতিবার লন্ডনের তাপমাত্রা দেখে বছরের ‘উষ্ণতম’ দিন বলেও বর্ণনা করছেন। সেই দিনই এমন বিপর্যয় ঘটল ‘লন্ডন আই’-এর মতো আকর্ষণীয় স্থানে।

London Dispute
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy