‘আগের বার বেঁচে গিয়েছিলে, এ বার আর কোনও ভুল হবে না’। নেটমাধ্যমে নারী-শিক্ষা আন্দোলনের অন্যতম মুখ মালালা ইউসফজাই-কে এমনই হুমকি দেওয়া হল। নোবেলজয়ী মালালার উপর হামলায় দোষী সাব্যস্ত পাকিস্তানি তালিবান জঙ্গি এহসানউল্লা এহসানের নামে তৈরি একটি টুইটার হ্যান্ডল থেকে ওই হুমকি এসেছে। আর তাতেই আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে পাকিস্তানের ইমরান খানের সরকার। ঘৃণ্য অপরাধে সাজাপ্রাপ্ত এক জন আসামি কী ভাবে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং নেটমাধ্যমেই বা কী ভাবে হুমকি দিচ্ছে, তা নিয়ে মালালা নিজেও সরব হয়েছেন।
সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য এহসান ৯ বছর আগে মালালার উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল। যে টুইটার হ্যান্ডল থেকে হুমকি এসেছে, সেটি তার নামেই তৈরি। ওই হ্যান্ডলটি আসলে এহসানই চালায় কি না, তা যদিও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে টুইটার কর্তৃপক্ষ ওই হ্যান্ডলটি পাকাপাকি ভাবে মুছে দিয়েছেন। তবে গোটা ঘটনায় প্রশ্নের মুখে ইমরান খান সরকার, সে দেশের সেনা এবং গুপ্তচর সংস্থা।
মঙ্গলবার টুইটারে বিষয়টি নিয়ে মুখ খোলেন মালালা। তিনি লেখেন, ‘এই ব্যক্তি তেহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রাক্তন মুখপাত্র। আমার উপর এবং দেশের নিরীহ মানুষের উপর চলা হামলার দায় স্বীকার করেছে সে। এখন নেটমাধ্যমেও মানুষকে হুমকি দিচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র এবং ইমরান খানের কাছ জানতে চাই, এই মানুষটা জেল থেকে পালাল কী ভাবে’’?