Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Rabindranath

ভোটার টানতে ভরসা রবীন্দ্রনাথ!

সেই সময়ই ভোটারদের উদ্বুদ্ধ করতে রবীন্দ্রনাথের একটি গানের আশ্রয় নিয়েছিলেন হলিউড অভিনেতা মার্টিন শিন।

ভোটারদের টানতে ভরসা সেই রবীন্দ্রনাথের গানই। নিজস্ব চিত্র।

ভোটারদের টানতে ভরসা সেই রবীন্দ্রনাথের গানই। নিজস্ব চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ২১:০১
Share: Save:

নির্বাচনী ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ বাড়াতে সচেতনতামূলক প্রচার পৃথিবীর বিভিন্ন দেশেই কম বেশি হয়ে থাকে। এই প্রচারের জন্য সমাজের জনপ্রিয় মুখের ব্যবহারও নতুন কিছু নয়। ২০১৬ সালে ভোটকেন্দ্রে জন সাধারণকে টেনে আনতে #ভোটইউরফিউচার নামে ক্যাম্পেন হয়েছিল। সেই প্রচার অংশগ্রহণ করেছিলেন হলিউড জগতের অনেক তারকা। সেই সময়ই ভোটারদের উদ্বুদ্ধ করতে রবীন্দ্রনাথের একটি গানের আশ্রয় নিয়েছিলেন হলিউড অভিনেতা মার্টিন শিন।

রবীন্দ্রনাথ কেবলমাত্র বাংলা ভাষাভাষি মানুষদের মধ্যেই আবদ্ধ নন। তাঁর কবিতা গানের কথা থেকে শিক্ষা নিয়ে থাকে সারা বিশ্ববাসী। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট ইউর ফিউচার ক্যাম্পেনের সময় নিয়েছিলেন বিখ্যাত হলিউড অভিনেতা মার্টিন শিন। তাঁর প্রচারের সেই ভিডিয়ো সম্প্রতি ফের নেট দুনিয়ায় ভাইরাল।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রবীন্দ্রনাথের ‘চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির’ কবিতার লাইনটি ব্যবহার করে ভোটারদের উদ্বুদ্ধ করছেন তিনি। মনের ভয় দূর করে মাথা উঁচু করে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে জাতিকে এগিয়ে চলার পথে অংশগ্রহণ করতে অনুরোধ করছেন শিন।

আরও পড়ুন: দৈত্যাকার বাঁধাকপি বানিয়ে ৭০ হাজার টাকা পেল চতুর্থ শ্রেণীর ছাত্রী

(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Martin Sheen Cabbage Rabindranath Tagore Song
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE