কলম্বাস থেকে ভাস্কো দা গামা— ইতিহাসে বিখ্যাত অভিযাত্রীদের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু, সাত সমুদ্র পাড়ি দেওয়া মুরগির কথা শুনেছেন কখনও?
গত প্রায় দুই বছর ধরে এই মুরগি এক অভিযাত্রীর সঙ্গী হয়ে ঘুরছে নানা সমুদ্রে। ক্যানারি আইল্যান্ড থেকে আফ্রিকার পশ্চিম উপকূল হয়ে তারা ঘুরে বেরিয়েছে ক্যারিবিয়ান আইল্যান্ডে। সেখান থেকে উত্তর দিকে যাত্রা করে তারা পৌঁছে গিয়েছে আর্কটিক সাগরে।
মুরগিটির নাম মোনিক। আর তার সঙ্গীর নাম গিরেক সুদি। ফ্রান্সের ব্রিটানি অঞ্চলের বাসিন্দা। ২০১৪ সালে ক্যানারি আইল্যান্ড থেকে একটি ছোট জাহাজে শুরু হয় তাদের এই বিচিত্র যাত্রা। লক্ষ্য, বিশ্বভ্রমণ।
মোনিকের সঙ্গে এই দু’বছরের অভিজ্ঞতা কেমন? কিছুটা ‘অনুযোগ’-এর সুরে সুদি বলেন, “আমরা অভিযাত্রী দু’জন হলেও সব কাজ আমাকেই করতে হয়। মোনিকের কাজ জাহাজের ডেকে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা।”
দিনের বেলা মোনিক প্রায় ৪০ ফুট লম্বা জাহাজের পুরোটা নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। আর রাত হলে কিংবা আবহাওয়া খারাপ থাকলে, তাকে একটি ছোট্ট ঘরে ঢুকিয়ে রাখা হয়।
তবে শুরুতে সঙ্গী হিসাবে একটি মুরগি নেওয়ার কথা ভাবেননি সুদি। তাঁর দাবি, “শুরুতে আমি ভেবেছিলাম এই অভিযানে সঙ্গী হিসেবে একটি বিড়ালকে নেব। পরে ভেবে দেখলাম, বিড়াল দেখাশোনা করা একটু সমস্যার। মুরগির ক্ষেত্রে সেটা হবে না। আর বাড়তি পাওনা হবে ডিম। আর মুরগি হলেও মোনিক খুবই সাহসী।”
দুই অভিযাত্রী আপাতত রয়েছেন আর্কটিক সাগরে। এর পরের দফায় বেরিং প্রণালী অতিক্রম করে তারা আলাস্কা গিয়ে পৌঁছবে।
ছবি ফেসবুকের সৌজন্যে।