Advertisement
১৮ এপ্রিল ২০২৪
International News

যা ঠিক, তার পাশে থেকো: মেগান

ব্রিটেনের ইতিহাসে ড্যাগেনহ্যামের আলাদা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ০৯ মার্চ ২০২০ ০৬:০৮
Share: Save:

যা ঠিক, যা ন্যায্য তার পাশে দাঁড়ানোর বার্তা দিলেন ডাচেস অব সাসেক্স মেগান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার লন্ডনের ড্যাগেনহ্যামে রবার্ট ক্লার্ক আপার স্কুলে গিয়েছিলেন মেগান। সেখানে একটি অনুষ্ঠানে স্কুলপড়ুয়া কচিকাঁচাদের সঙ্গে সময় কাটান রাজবধূ। রবিবার বাকিংহাম প্রাসাদের তরফে মেগানের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানানো হয়। ৩১ মার্চ ব্রিটেনের রাজ পরিবারের দায়িত্ব ছাড়ছেন রাজকুমার হ্যারি ও তাঁর স্ত্রী। শেষের কয়েক দিন রাজপরিবারের তরফে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তাঁরা। অনুষ্ঠানে যোগ দিয়ে অভিভূত মেগান বলেছেন, ‘‘ভবিষ্যতের নারীদের সঙ্গে সময় কাটানোর এই সুযোগটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, অত্যন্ত সম্মানের।’’

ব্রিটেনের ইতিহাসে ড্যাগেনহ্যামের আলাদা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সম-কাজে সমান বেতনের দাবিতে ১৯৬৮ সালে ড্যাগেনহ্যামের ফোর্ড কারখানার মহিলা শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। দু’বছর পরে সেই পথেই সাফল্য আসে। আইন করে নারী, পুরুষের সমান বেতনের অধিকার নিশ্চিত করে ব্রিটেনের আদালত। সেই ইতিহাস মনে করিয়ে দিয়ে মেগান মেয়েদের বলেছেন, ‘‘যত ক্ষুদ্র হও না কেন, সমাজের সিঁড়িতে যত নীচেই থাকো না কেন, তোমার লিঙ্গ পরিচয় যা-ই হোক— মনে রেখো তোমারও ভাষা আছে এবং যা ঠিক তার হয়ে বলার অধিকার তোমারও আছে।’’ আর ছেলেদের জন্য তাঁর বার্তা, ‘‘মা, বোন, বান্ধবী— তোমার জীবনে যে নারীরা আছেন তাঁদের সম্মান করো, তাঁদের রক্ষা করো। বছরের প্রত্যেকটা দিন আন্তর্জাতিক নারী দিবস হয়ে উঠুক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Meghan Markle
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE