গুজব বার বার ফিরে আসে। হোয়াটসঅ্যাপ গোল্ড নিয়ে ২০১৬ সালে ছড়ানো গুজব ফের ছড়িয়ে পড়ল নতুন বছরের গোড়াতেই। জনপ্রিয় মাল্টিমিডিয়া মেসেজিং মাধ্যম ‘হোয়াটসঅ্যাপ’ নিয়ে ছড়ানো এই গুজবের নাম ‘হোয়াটসঅ্যাপ গোল্ড’। এই গুজবে সতর্কবার্তা দেওয়া হচ্ছে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের। কিন্তু ওই ভাইরাস(ম্যালওয়ার)টির আদপে কোনও অস্তিত্ব নেই।
ভাইরাল হওয়া ওই গুজব হোয়াটসঅ্যাপ গোল্ডে বলা হয়েছে, ‘রেডিওতে হোয়াটসঅ্যাপ গোল্ড নিয়ে আজ বলছিল, এটা সত্যি। আগামিকাল হোয়াটসঅ্যাপে একটি ভিডিয়ো লঞ্চ হবে। তার নাম মার্টিনেলি। সেটি খবরদার খুলবেন না। এটা একটা ভাইরাস, যেটা ভিডিয়োটি খোলা মাত্রই আপনার ফোনে ঢুকে পড়বে। তখন আপনি আর কিছুই করতে পারবেন না। হোয়াটসঅ্যাপ গোল্ড ভাইরাস আপডেট করবন না’
বলা হচ্ছে মার্টিনেলি একটা ম্যালওয়ার। যা ফোনে ইনস্টল হলে ফোনের তথ্য হ্যাক হবে। কিন্তু বাস্তবে মার্টিনেলি নামের কোনও ম্যালওয়ারের অস্তিত্ব নেই। এই বার্তাটি নেহাতই ভয় ছড়ানোর জন্য। বাস্তবে ভিডিয়োর সঙ্গে কোনও ম্যালওয়ার লিঙ্ক যুক্ত নেই।