যৌন হেনস্থার শিকার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাম! রাস্তায় প্রকাশ্যে তাঁকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে চুম্বন করার চেষ্টা করলেন এক যুবক।
সম্প্রতি এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে মেক্সিকোয়। প্রশ্ন উঠেছে, যে দেশে প্রেসিডেন্টই প্রকাশ্যে যৌন হেনস্থার শিকার হন, সেই দেশে সাধারণ মহিলাদের সুরক্ষা কোথায়? পুলিশ অবশ্য ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্তও নিয়েছেন শেনবাম। প্রেসিডেন্ট বলেছেন, ‘‘আমি যদি অভিযোগ দায়ের না করি, মেক্সিকোর সাধারণ মহিলাদের কাছে কী বার্তা যাবে? মহিলা হিসাবে অতীতেও এই ধরনের ঘটনার শিকার হয়েছি। যখন প্রেসিডেন্ট ছিলাম না, যখন পড়াশোনা করতাম, তখনও।’’
গত মঙ্গলবার ঘটনাটি ঘটে। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তায় কয়েক জন মহিলা সমর্থকের সঙ্গে কথা বলছিলেন শেনবাম। সেই সময় নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে পিছন থেকে আচমকাই তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করেন এক যুবক। শুধু তা-ই নয়, মহিলা প্রেসিডেন্টের গলায় চুম্বন করারও চেষ্টা করেন তিনি। যদিও সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা যুবককে সরিয়ে দেন।
তবে ঘটনার আকস্মিকতায় কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলেন শেনবাম। পরমুহূর্তেই অবশ্যে নিজেকে সামলে নেন। হাসিমুখে নিরাপত্তারক্ষীদের বলেন, ‘‘আচ্ছা আচ্ছা, ছাড়ো। ওর সঙ্গে ছবি তুলি!’’ যদিও ওই ঘটনার পরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে।
গত বছরই প্রেসিডেন্ট পদে বসেছেন শেনবাম। তিনিই মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট। মেক্সিকোর রন্ধ্রে রন্ধ্রে থাকা পুরুষতন্ত্র নিয়ে দীর্ঘ দিন ধরেই সরব শেনবাম। দেশে পুরুষশাসিত রাজনীতিতে তাঁর উত্থান চোখে পড়ার মতো। প্রেসিডেন্ট হওয়ার আগে মেক্সিকো সিটির প্রথম মহিলা মেয়রও হয়েছিলেন তিনি।