হারানো বেড়াল খুঁজতে গিয়েছিলেন। খোঁজ মিলল কুমিরের!
ঘটনা আমেরিকার মিসিসিপির। গত মঙ্গলবার দুপুরে পাসকাগলা শহরের বাসিন্দা ব্রুক স্নো দেখেন, তাঁর পোষা বেড়ালটা বেপাত্তা। গোটা বাড়ি আতিপাতি করে খুঁজেও তার দেখা মিলছে না। অবশেষে বেড়ালের খোঁজে বাড়ির বাইরে পা রাখেন ব্রুক। শুরু হয় খোঁজ। সঙ্গে ছিলেন তাঁর সৎ-মেয়েও। কলম্বাস ড্রাইভের আশপাশের রাস্তা-ঝোপঝাড় ছাড়াও নর্দমাতেও চোখ ঘোরাতে থাকেন ব্রুক। যদি বেড়ালটা তাতে পড়ে গিয়ে থাকে!
এ ভাবেই পাড়ার একটি নর্দমার কাছে গিয়ে তার ভিতরে নজর দিতেই তো ব্রুকের চোখ কপালে ওঠার জোগাড়! সেখানে থেকে উঁকি মারছে একটি কুমির। প্রথমটায় নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না ব্রুক। থতমত খেয়ে যান। এর পর ফের নর্দমার ভিতর তাকান। পরের বারও একই দৃশ্য। একটা বড়সড় কুমিরই বটে! “এর পর আমার মোবাইল ফোন বার করে ওই কুমিরটার ছবি তুলতে শুরু করি।” স্থানীয় সংবাদমাধ্যমে এমনটাই বলেছেন ব্রুক।