ফাইজ়ারের পরে এ বার মডার্নার তৈরি করোনা-প্রতিষেধকটিকেও জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়ে দিল আমেরিকা। করোনা-যুদ্ধে এ দেশে দৈনিক লাখখানেক মানুষ সংক্রমিত হচ্ছেন। এক দিনে গড় মৃত্যু তিন হাজার। এ অবস্থায় ‘অস্ত্রাগারে’ দ্বিতীয় টিকা মজুত করার সিদ্ধান্ত নিল আমেরিকা।
মডার্না এই প্রথম কোনও দেশে ছাড়পত্র পেল। ফাইজ়ারের মতো এটিও ৯৫ শতাংশ কার্যকারিতা দাবি করেছে। গত মঙ্গলবার থেকে ফাইজ়ারের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। প্রথম দফায় লাখ খানেক স্বাস্থ্যকর্মী ও অন্য জটিল রোগে আক্রান্তদের টিকা দেওয়া হবে। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্থ’ (এনআইএইচ)-এর ডিরেক্টর ফ্রান্সিস কলিন্স বলেন, ‘‘যা আমরা আশা করার সাহসটুকু দেখাতে পারিনি, এই দু’টি টিকা সেটাই বাস্তবায়িত করেছে। বিজ্ঞান কিছু অভূতপূর্ব কাজ করে দেখিয়েছে।’’
ফাইজ়ার ও মডার্নার তৈরি টিকা সংক্রান্ত গবেষণা কিন্তু অসম্পূর্ণ। কারণ শেষ দফার ট্রায়ালের অন্যতম বিষয়ই হল, টিকার দীর্ঘমেয়াদি প্রভাব পরীক্ষা। কিন্তু জরুরি পরিস্থিতিতে সেই সময় হাতে নেই। তাই প্রাথমিক ফলাফল দেখে, নিরাপত্তা বিচার করে ছাড়পত্র দেওয়া হয়েছে ভ্যাকসিন দু’টিকে। তবে ফাইজ়ারের থেকে মডার্নার টিকা ব্যবহার করা সহজ। কারণ, ফাইজ়ারের টিকা সংরক্ষণে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। মডার্নার ভ্যাকসিনটির জন্য এমন কোনও দাবিদাওয়া নেই। সংরক্ষণ প্রক্রিয়া সহজ হওয়ার অর্থ টিকা কিছুটা হলেও সহজলভ্য হবে