Advertisement
E-Paper

‘কত সাদামাঠা এবং জ্ঞানী ছিলেন’! ভারতীয় দূতাবাসে গিয়ে মনমোহনের প্রতি শ্রদ্ধা জানালেন ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের ভারতীয় দূতাবাসে গিয়ে মনমোহন সিংহের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন কূটনীতিবিদদের একাংশ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫
Muhammad Yunus, Chief Adviser of Bangladesh interim government pays tributes to late Manmohan Singh at Indian High Commission in Dhaka

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: পিটিআই।

ঢাকার ভারতীয় হাই কমিশনে গিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে সেখানে ভারতীয় হাইকমিশনার প্রণয়কুমার বর্মার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনাও করেন তিনি।

মনমোহনের স্মৃতিচারণা করতে গিয়ে বাংলাদেশ সরকারের প্রধান বলেন, ‘‘উনি কত সাদামাঠা এবং জ্ঞানী ছিলেন।’’ ভারতকে আন্তর্জাতিক অর্থনীতির মঞ্চে বড় শক্তি হিসাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মনমোহনের ভূমিকা অনস্বীকার্য বলেও জানান নোবেলজয়ী ইউনূস। ভারতীয় হাই কমিশনের শোকপ্রস্তাবের খাতায় মনমোহনকে শ্রদ্ধা জানিয়ে শোকবার্তাও লেখেন ইউনূস। সেখানে মনমোহনকে ‘আমার দীর্ঘদিনের বন্ধু’ বলে উল্লেখ করেন ইউনূস।

গত বৃহস্পতিবার রাতে দিল্লির এমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী পদে থাকা মনমোহন। ৯২ বছরের রাজনীতিক এবং অর্থনীতিবিদ বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। তাঁর প্রয়াণের পরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে শোকবার্তা জানানো হয়েছিল। এ বার শ্রদ্ধা জানাতে সশরীরে গেলেন ইউনূস স্বয়ং। ৫ অগস্টের ক্ষমতায় পালাবদল এবং পদত্যাগী বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পরে নয়াদিল্লি-ঢাকা টানাপড়েনের আবহে প্রধান উপদেষ্টা ইউনূসের ভারতীয় দূতাবাসে গিয়ে মনমোহনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন কূটনীতিবিদদের একাংশ।

manmohan singh advisor of the interim government of Dr. Muhammad Yunus Indian High Commission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy