দিন কয়েক আগেই বাংলাদেশের অন্তবর্তিকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারিতে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। মালয়েশিয়া সফরে গিয়ে মঙ্গলবার তিনি আর এক ধাপ এগিয়ে জানিয়ে দিলেন,ভোট হবে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে।
ইউনূস আজ সকালে বৈঠকে বসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। তার পরে যৌথ সাংবাদিক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে জবাব দেওয়ার সময়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘‘২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে।’’
বাংলাদেশ প্রশাসন যে নির্বাচন করানোর প্রস্তুতি নিচ্ছে তার ইঙ্গিত গত কাল, সোমবার মিলেছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরীর কথায়। কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি বলেন, ‘‘নির্বাচন যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়, সে জন্য ৮০ হাজারের বেশি সেনাকর্মীকে নিয়োগ করা হবে।’’ নির্বাচনে যাতে কোনও ধরনের কারচুপি না হয়, তা নিশ্চিত করতে পুলিশকর্মীদের কাছে বডি ক্যামেরা থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গির আলম চৌধুরীর যুক্তি, ‘‘পরিস্থিতি যে পর্যায়ে রয়েছে, তাতে নির্বাচন করতে আমাদের কোনও সমস্যা হবে না।’’
যদিও নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে চোরাস্রোত রয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। বিএনপি-সহ অনেক দলই নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও জামায়াতে ইসলামীর মতো দলগুলি ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে ভিন্ন মত পোষণ করে।
এ দিন প্রকারান্তরে সেই প্রসঙ্গ তুলে বিএনপি-র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘‘জাতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। কিন্তু নির্বাচনকে বিলম্বিত করতে এখনও অনেকে ষড়যন্ত্র করে চলেছেন। চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর হতে হবে।’’
এ দিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠানোর তোড়জোড় শুরু করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী কাল দুপুরে, ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসে নরেন্দ্র মোদীর উদ্দেশে চিঠি দেওয়ার কর্মসূচি নিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)