Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Mukesh Ambani

ফের এশিয়ার শ্রেষ্ঠ ধনী মুকেশ অম্বানী, পিছনে ফেললেন চিনা শিল্পপতিকে

মুকেশ অম্বানী এবং জং শানশান।

মুকেশ অম্বানী এবং জং শানশান।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫২
Share: Save:

এশিয়ার ধনীদের তালিকায় এক নম্বর জায়গা ফের মুকেশ অম্বানীর দখলে। গত বছরের শেষ দিকে চিনের শিল্পপতি জং শানশানের কাছে মুকেশ শীর্ষ স্থান খুইয়েছিলেন। সেই জংয়েরই সম্পত্তির মূল্য হঠাৎ ২২০০ কোটি মার্কিন ডলার কমে যাওয়ায় ফের এশিয়ার শ্রেষ্ঠ ধনী হিসেবে উঠে এল রিলায়্যান্স গোষ্ঠীর কর্তা মুকেশের নাম।

গত দু’বছর ধরে এশিয়ার ধনীশ্রেষ্ঠের স্থানটি মুকেশের দখলেই ছিল। তবে ২০২০ সালের শেষে ফোর্বসের বিচারে এশিয়ার ধোনিদের তালিকায় একনম্বরে উঠে আসে জংয়ের নাম। মুকেশ তিন ধাপ নীচে নেমে আসেন। তবে দু’মাসের মধ্যেই নিজের পুরনো জায়গার দখল করে নিলেন মুকেশ।

জং চিনের একটি পানীয় সংস্থা নংফু স্প্রিংয়ের প্রধান। জ্যাক মা’র মতো চিনা প্রযুক্তি সংস্থাকে টপকে এশিয়ার সেরা ধনী হন তিনি। ২০২১-এর জানুয়ারিতেও বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন জং। জানুয়ারিতে নংফু স্প্রিংয়ের শেয়ার দর শিখর ছুঁয়েছিল। তবে গত এক সপ্তাহে হঠাৎই এই শেয়ার দর ২০ শতাংশ কমে যায়। বিশ্বের অর্বূদপতিদের সম্পত্তির হিসেবনিকেশ করে যে সংস্থা, সেই ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, মুকেশের সম্পত্তির মূল্য এখন ৮ হাজার কোটি মার্কিন ডলার। আর জংয়ের সম্পত্তি ৭৬৬০ কোটি মার্কিন ডলার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mukesh Ambani Forbes List richest people
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE