Advertisement
০৩ মে ২০২৪
Nigeria

‘ভুল খবরে’ শরণার্থী শিবিরে বায়ুসেনার বোমা, নিহত শতাধিক

নিশানায় ছিল বোকো হারাম জঙ্গিঘাঁটি। কিন্তু ভুলবশত শরণার্থী শিবিরে বোমা ফেলল নাইজেরিয় বায়ুসেনার যুদ্ধ বিমান। আর সেই ভুলেই প্রাণ হারালেন শতাধিক শরণার্থী এবং ত্রাণকর্মী, আহত হয়েছেন বহু মানুষ।

মেজর জেনারেল লাকি ইরাবর। ছবি: সংগৃহীত।

মেজর জেনারেল লাকি ইরাবর। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ২৩:৫৩
Share: Save:

নিশানায় ছিল বোকো হারাম জঙ্গিঘাঁটি। কিন্তু ভুলবশত শরণার্থী শিবিরে বোমা ফেলল নাইজেরিয় বায়ুসেনার যুদ্ধ বিমান। আর সেই ভুলেই প্রাণ হারালেন শতাধিক শরণার্থী এবং ত্রাণকর্মী, আহত হয়েছেন বহু মানুষ। এই মিশনের কম্যান্ডার মেজর জেনারেল লাকি ইরাবর একটি বিবৃতিতে এই খবর জানিয়েছেন। লাকি ইরাবর আরও জানিয়েছেন, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন রেড ক্রসের বেশ কয়েকজন কর্মী-সহ দুই নাইজেরিয় সেনাও। ঘটনাটি ঘটেছে দেশের উত্তর-পূর্বে নাইজেরিয়া-ক্যামেরুনের সীমান্তবর্তী এলাকায়। মিশনের কম্যান্ডার ইরাবরের কথায়, গোপন সূত্রে নাইজেরিয়া-ক্যামেরুনের ওই সীমান্তবর্তী এলাকায় বোকো হারামের জঙ্গিদের জমায়েতের খবর মেলে। খবর পেয়ে ওই নির্দিষ্ট এলাকায় ‘এয়ার স্ট্রাইক’-এর নির্দেশ দেন। এই দুর্ঘটনার পেছনে কোনও কৌশলগত বা তথ্যগত ত্রুটি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE