Advertisement
E-Paper

‘শয়তানের খোঁজ’ আর নয়, উৎসবের মরসুমে অপরাধ ঠেকাতে তৎপর ইউনূস, পুলিশের অভিযানে বদল

রমজান মাস চলাকালীন রোজা এবং ইদের কেনাকাটা শুরু হয়েছে বাংলাদেশে। পাল্লা দিয়ে বাড়ছে অপরাধ। চুরি-ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা আটকাতে আরও সক্রিয় হচ্ছে বাংলাদেশের পুলিশ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ০৯:২৩
Operation Devil Hunt has ended in Bangladesh as police tighten security more

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। —ফাইল চিত্র।

রমজান মাস শুরু হয়ে গিয়েছে। উৎসবের মরসুমে বাংলাদেশে অপরাধও বাড়ছে। এই পরিস্থিতিতে অভিযানের ধরন বদলাচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের যৌথ অভিযানের নাম আর ‘শয়তানের খোঁজ’ থাকছে না। তবে অভিযান আরও জোরদার করা হবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র উল্লেখ করে জানিয়েছে, কোনও যৌথ অভিযানের নাম ‘ডেভিল হান্ট’ বা ‘শয়তানের খোঁজ’ আর রাখা হবে না। রবিবার এই সংক্রান্ত বৈঠকে নামটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, এই নামের অধীনে অভিযান শেষ হয়েছে।

রমজান মাস চলাকালীন রোজা এবং ইদের কেনাকাটা শুরু হয়েছে বাংলাদেশে। এই সময়ে অপরাধপ্রবণতাও বৃদ্ধি পেয়ে থাকে। চুরি-ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা আটকাতে তাই সক্রিয় হয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে দেশের নানা প্রান্ত থেকে জাল টাকার কারবার, চুরি, ছিনতাই কিংবা প্রকাশ্যে ডাকাতির খবর আসতে শুরু করেছে। এই ধরনের অপরাধের ক্ষেত্রে স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রবিবার বাংলাদেশের সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে কোর কমিটির বৈঠক হয়। সেখানে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার চাইছে, উৎসবের মরসুমে অপরাধ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে বেশি সক্রিয় হোক। তাদের যৌথ অভিযান হোক আরও জোরদার। এই সিদ্ধান্তের পরেই বলা হয়, এই ধরনের অভিযানকে আর ‘শয়তানের খোঁজ’ বলা হবে না। আলাদা করে কোনও নাম দেওয়া হবে না।

বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় গত ৮ অগস্ট। সরকার পতনের থেকেই দেশে বিশৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। বেড়েছে প্রকাশ্যে ছিনতাই বা ডাকাতির মতো অপরাধ। এই পরিস্থিতিতে রমজান মাসে বিভিন্ন মহাসড়ক, ব্যাঙ্কের সামনে বাড়তি নজরদারি এবং নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে।

গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে ‘শয়তানের খোঁজ’ নামের বিশেষ অভিযান শুরু করেছিল বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিসংখ্যান বলছে, ১ মার্চ পর্যন্ত এই অভিযানে ১১ হাজার ৮৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। ইউনূস সরকারের বক্তব্য ছিল, একদল মানুষ দেশ জুড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। ষড়যন্ত্র এবং সন্ত্রাসমূলক কাজকর্মে জড়িয়ে পড়ছেন তাঁরা। এই দলের মূল উদ্দেশ্য, বাংলাদেশকে অশান্ত করে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করা। এই দলটিকে ঠেকাতেই কাজ করবে ‘শয়তানের খোঁজ’ অভিযান। মূলত হাসিনার অনুগামী এবং আওয়ামী লীগের সদস্যেরাই অশান্তি করছেন বলে অভিযোগ। আপাতত সেই অভিযান শেষ হল।

Bangladesh Operation Devil Hunt Muhammad Yunus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy