বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ফোনে কথা বললেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। রবিবার সকালেই ঢাকায় ফোন করেছিলেন দার। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন তৌহিদ এবং দার। কথা হয়েছে দুই দেশের বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে। এই ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বার্তা দিয়েছেন পাক মন্ত্রী। বাংলাদেশও তাতে সায় দিয়েছে। ইসলামাবাদের বিবৃতি অনুযায়ী, বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ঘটনার প্রসঙ্গও আলোচনায় উঠে এসেছিল। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের অভিন্ন স্বার্থকে সুরক্ষিত করা কতটা জরুরি, তা নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন:
বাংলাদেশ ছাড়াও পাক মন্ত্রী রবিবার ফোন করেছিলেন কাতারে। সেখানকার বিদেশমন্ত্রী মহম্মদ বিন আবদুলাজ়িজ় আল-খুলাইফির সঙ্গে দারের কথা হয়েছে। আন্তর্জাতিক ঘটনাবলি এবং পাকিস্তান-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাঁরা আলোচনা করেছেন।
২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা ধারাবাহিক ভাবে বেড়েছে। নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নীতি। বাংলাদেশ-পাক এই ঘনিষ্ঠতার দিকে নজর রেখেছে নয়াদিল্লিও। সম্প্রতি ভারতে টি২০ বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের আপত্তিকেও সমর্থন করেছে পাকিস্তান। বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না। আইসিসি তাদের বিকল্প দলের নাম ঘোষণা করে দিয়েছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির মন্তব্য বিতর্কে ঘি ঢেলেছে। তিনি শনিবার বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে। পাকিস্তানের টি২০ বিশ্বকাপ খেলারও আর কোনও নিশ্চয়তা নেই। যদিও পাকিস্তান রবিবার নিজেদের বিশ্বকাপের দল ঘোষণা করেছে। রবিবারের ফোনালাপে ক্রিকেটের প্রসঙ্গ উঠেছিল কি না, স্পষ্ট নয়। আনুষ্ঠানিক ভাবে তা নিয়ে কিছু জানানো হয়নি।