পাকিস্তান সরকারের তরফে গত সাড়ে তিন বছরে তিন বার এক্স কর্তৃপক্ষকে চিঠি লেখা হয়েছে। একটি বিষয়ে বার বার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থা পাকিস্তানের সেই আবেদনকে পাত্তাই দেয়নি। আবেদন মঞ্জুর তো দূর, কোনও উত্তরই দেওয়া হয়নি। সম্প্রতি আদালতে এই তথ্য জানানো হয়েছে সরকারের তরফে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন তার ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে।
পাকিস্তান সরকারের আবেদন ছিল, জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের এক্স অ্যাকাউন্টটি নিয়ে। ওই অ্যাকাউন্ট থেকে একাধিক আপত্তিকর এবং উস্কানিমূলক পোস্ট করা হয় বলে অভিযোগ। সরকার তাতে আপত্তি জানিয়ে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার জন্য বার বার এক্স কর্তৃপক্ষকে চিঠি লিখেছে। একটি চিঠিরও উত্তর আসেনি। ইমরানের অ্যাকাউন্ট ব্লক করাও হয়নি। এক্সকে চিঠি লিখেছেন পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ)। ইসলামাবাদ হাই কোর্টে এই সংক্রান্ত একটি মামলায় তাঁরাই লিখিত ভাবে এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন:
ইমরানের অ্যাকাউন্ট বন্ধ করার আর্জি জানিয়ে পিটিএ এক্স কর্তৃপক্ষকে প্রথম চিঠিটি লিখেছিল ২০২২ সালের ২১ অগস্ট। কোনও উত্তর আসেনি। এর পর ২০২৪ সালের ১৮ এপ্রিল ইমেল মারফত ফের ওই অনুরোধ জানানো হয়। এ বার ইমরানের বিরুদ্ধে আদালতের নির্দেশ, তাঁর অপরাধ, শাস্তি, বিভিন্ন মামলায় তাঁর ভূমিকা বিশদ উল্লেখ করেছিল পিটিএ। কিন্তু তাতেও লাভ হয়নি। এক্স কোনও উত্তর দেয়নি। ইমেলের প্রাপ্তিস্বীকারও করা হয়নি। তৃতীয় চিঠিটি লেখা হয়েছে ২০২৫ সালের ২৭ নভেম্বর। ইমরানের এক্স অ্যাকাউন্ট থেকে করা ৪৭টি পোস্ট ব্লক করার আবেদন জানানো হয় এই চিঠিতে। কিন্তু তাতেও অবজ্ঞা! ৪৭টির মধ্যে ব্লক করা হয় মাত্র একটি পোস্ট।
পাকিস্তানে সমাজমাধ্যম সংস্থাগুলির কার্যপদ্ধতি নিয়ে আদালতে প্রশ্ন তুলেছে সরকার। পিটিএ জানিয়েছে, এই ধরনের আপত্তিকর পোস্ট বন্ধ করার জন্য সংশ্লিষ্ট ইন্টারনেট পরিষেবা আটকে দেওয়া যায়। কিন্তু এ ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না। কারণ, ইমরানের অ্যাকাউন্টে নিরাপদ, সুরক্ষিত চ্যানেল ব্যবহার করা হয়।
ইমরান জেলে থাকলেও কী ভাবে তাঁর এক্স অ্যাকাউন্ট চলছে? প্রশ্ন উঠেছে। আদিয়ালা জেল কর্তৃপক্ষ এ বিষয়ে গত বছরই লিখিত বক্তব্য জানিয়েছিলেন। জেল চত্বরের মধ্যে থেকে কোনও ভাবেই ওই অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে না বলে দাবি করেছেন তাঁরা। জানিয়েছেন, জেলে ইমরানের ফোন ব্যবহারের অনুমতি নেই। এ বার পাক সরকারের আর্জিতে এক্স-এর ঔদাসীন্য প্রকাশ্যে এল।