বন্ধুত্বের কোনও বিকল্প নেই। কিন্তু সেই বন্ধুত্ব ভেঙে গেলে? আর কিছু না হোক, রাতারাতি লাখ-লাখপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কী ভাবে? সম্প্রতি এক লক্ষ, দু’লক্ষ নয়, বন্ধুত্বের ‘দাম’ বাবদ কয়েক লক্ষ টাকার মালিক হলেন পাকিস্তানের এক যুবক। তা-ও আবার কাঁচা হাতে বানানো ‘ব্রেকআপ’ মিম বানানোর জন্য।
২০১৫ সালে প্রিয় বন্ধু মুদাসির ইসমাইল আহমেদের সঙ্গে সম্পর্কে ভাঙনের কথা প্রকাশ্যে আনেন গুজরানওয়ালার আসিফ রাসা রানা। অভিযোগ করেন, তাঁর বিশ্বাস ভেঙেছেন মুদাসির। তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তাই মুদাসিরকে আর প্রিয়বন্ধু বলে মানেন না তিনি। বরং মুদাসিরের জায়গায় সলমন আহমেদ নাকাশ নামের আর এক বন্ধুকে বসিয়েছেন তিনি।
নিজের আবেগ প্রকাশ করতে কাঁচা হাতে বানানো একটি ছবিও পোস্ট করেন তিনি। তাতে দেখা যায়, শক্ত করে একে অপরের হাত ধরে রয়েছেন আসিফ এবং সলমন। মুদাসির যে তাঁর জীবনে অপ্রয়োজনীয়, তা বোঝাতে ছবির দু’দিকে মুদাসিরের দু’টি ছবি কেটে বসিয়ে তার উপর কাটা চিহ্ন এঁকে দেন আসিফ।